রপ্তানিকারকদের তারল্য প্রবাহ বাড়াতে বৈদেশিক মুদ্রা ও টাকার সোয়াপ সুবিধা চালু

বাসস
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১৮:৪২

ঢাকা, ৩ নভেম্বর, ২০২৫ (বাসস): রপ্তানিকারকদের নগদ টাকার চাহিদা মেটাতে বৈদেশিক মুদ্রা ও টাকার সোয়াপ সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে রপ্তানিকারকরা তাদের রপ্তানি আয়লব্ধ বৈদেশিক মুদ্রা না ভাঙিয়ে এর বিপরীতে টাকার সুবিধা নিতে পারবেন।

সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ বিষয়ে একটি সার্কুলার জারি করে রপ্তানিকারকদের এই সুবিধা দিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে।

বাংলাদেশ ব্যাংক সার্কুলারে জানিয়েছে, এই সিদ্ধান্তের লক্ষ্য হলো রপ্তানিকারকদের স্বল্পমেয়াদি টাকার তারল্য চাহিদা পূরণ করা এবং একইসঙ্গে তাদের বৈদেশিক মুদ্রা সংরক্ষণ অব্যাহত রাখার সুযোগ দেওয়া।

সোয়াপ হলো এমন এক ধরনের চুক্তি, যেখানে রপ্তানিকারকরা সাময়িকভাবে তাদের বৈদেশিক মুদ্রা ব্যাংককে দেবে এবং নির্দিষ্ট সময় পর একই পরিমাণ মুদ্রা ফেরত নেবে। এই সময়ের মধ্যে ওই টাকার সুবিধা ব্যবহার করতে পারবে রপ্তানিকারকরা। অর্থাৎ রপ্তানিকারক ডলার বা অন্য বৈদেশিক মুদ্রা ধরে রাখার পাশাপাশি টাকাও পাবেন— যা ব্যবসার নগদ সংকট কাটাতে সহায়তা করবে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, এই সোয়াপ সুবিধার মেয়াদ সর্বোচ্চ ৩০ দিন। রপ্তানিকারকের পুল অ্যাকাউন্ট বা রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাবের বিপরীতে ব্যাংক এই সুবিধা দিতে পারবে। মেয়াদ শেষে লেনদেন নিষ্পত্তি করতে হবে।

দুই মুদ্রার (টাকা ও বৈদেশিক মুদ্রা) সুদ বা লাভের হারের পার্থক্যের ওপর ভিত্তি করে সোয়াপের হার বা ‘সোয়াপ পয়েন্ট’ নির্ধারিত হবে।

সার্কুলারে বলা হয়েছে, এই সোয়াপ কোনো ঋণ বা অর্থায়ন নয়, বরং একটি সাময়িক বিনিময় চুক্তি। ব্যাংকগুলোকে যথাযথ ঝুঁকি ব্যবস্থাপনা, তারল্য নিয়ন্ত্রণ ও অভ্যন্তরীণ নিরীক্ষা প্রক্রিয়া অনুসরণ করে এই চুক্তি করতে বলা হয়েছে।

রপ্তানিকারকদের লিখিতভাবে জানাতে হবে যে তারা চুক্তির শর্ত, বিনিময় হার ও সংশ্লিষ্ট ঝুঁকি সম্পর্কে অবগত আছেন।

সার্কুলারে বলা হয়েছে, সোয়াপ থেকে পাওয়া টাকা কেবল রপ্তানি ব্যবসার কার্যক্রমে ব্যবহার করা যাবে। যেমন- উৎপাদন ব্যয়, পরিবহন বা কাঁচামাল কেনা ইত্যাদি। কোনো ধরনের জল্পনামূলক (স্পেকুলেটিভ) লেনদেনে এই অর্থ ব্যবহার করা যাবে না।

সার্কুলারে উল্লেখ করা হয়েছে, সব ধরনের লেনদেন যথাযথভাবে নথিভুক্ত করতে হবে, আন্তর্জাতিক সর্বোত্তম চর্চার আলোকে রেকর্ড করতে হবে এবং বাংলাদেশ ব্যাংকে নিয়মিত রিপোর্ট করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনে ছবিসহ ভোটার তালিকা ব্যবহার বাধ্যতামূলক
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
শিক্ষা ক্যাডারের ২ হাজার ৭০৬ কর্মকর্তার পদোন্নতি
ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর সিভেরস্ক দখল করার দাবি রাশিয়ার 
সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে
নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতা নির্ধারিত হবে যেভাবে
বগুড়ায় আদালত চত্বর থেকে পালানো আসামি শাহীন গ্রেপ্তার
পার্লামেন্ট ভেঙে দিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, জাতীয় নির্বাচনের পথ সুগম
রাজশাহীতে নলকূপের গর্তে পড়ে মারা যাওয়া শিশু সাজিদের দাফন সম্পন্ন
নাটোরে সুষ্ঠু নির্বাচন নিয়ে গোলটেবিল বৈঠক
১০