
ঢাকা, ৩ নভেম্বর, ২০২৫ (বাসস): ঢাকার পুঁজিবাজারে আজ বড় ধরনের দরপতন হয়েছে। সোমবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক, লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমে গেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, আজ মোট ৩৯৮টি কোম্পানির ১৪ কোটি ৭৩ লাখ ৯৩ হাজার ৬১৪টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। দিন শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৫১৮ কোটি ৬২ লাখ ২৩ হাজার ২৬ টাকা।
সূচকের দিকে নজর দিলে দেখা যায়, প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৫৪.৮৭ পয়েন্ট কমে ৫,০৬১.০১ পয়েন্টে নেমে আসে। ডিএস-৩০ সূচক ২১.৯৫ পয়েন্ট কমে ১,৯৬১.০০ পয়েন্টে এবং শরীয়াহ সূচক ডিএসইএস ১২.৩৬ পয়েন্ট কমে ১,০৬৬.৬২ পয়েন্টে অবস্থান করছে। লেনদেনকৃত ৩৯৮ কোম্পানির মধ্যে ৪৫টির শেয়ার দর বেড়েছে, ৩০০টির কমেছে এবং ৫৩টির দর অপরিবর্তিত ছিল। এদিন ডিএসই’র মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৪ হাজার ৩০৯ কোটি ১৩ লাখ ৩৬ হাজার ৯৪৪ টাকা।
ক্যাটাগরি ভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, এ ক্যাটাগরিতে ২৫টি কোম্পানির দর বৃদ্ধি পেলেও ১৬৬টি কমে গেছে। বি ক্যাটাগরিতে ৮টির দও বৃদ্ধির বিপরীতে ৬৯টির দর কমেছে। জেড ক্যাটাগরিতে ১২টির দর বৃদ্ধি ও ৬৫টির পতন রেকর্ড হয়। এদিন এন ক্যাটাগরিতে কোনো শেয়ার লেনদেন হয়নি।
মিউচুয়াল ফান্ড খাতে ৩৫টির মধ্যে ২টি ইউনিটের দাম বাড়লেও ১৫টির দাম কমেছে এবং ১৮টির দাম অপরিবর্তিত রয়েছে। করপোরেট বন্ডে ৫টির মধ্যে ১টির দর বেড়েছে, ৩টির দর কমেছে এবং ১ টির দাম অপরিবর্তিত রয়েছে। সরকারী সিকিউরিটিজ খাতে ১টির মূল্য বৃদ্ধি পেয়েছে।
লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠান হলো: সামিট অ্যালায়েন্স পোর্ট, আনোয়ার গ্যালভানাইজিং, ওরিয়ন ইনফিউশন, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, মনোস্পুল, খান ব্রাদার্স পিপি, সিভিও পিআরএল, এশিয়াটিক ল্যাবরেটরিজ, মিডল্যান্ড ব্যাংক এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স।
দরবৃদ্ধির শীর্ষে থাকা দশ প্রতিষ্ঠান: ন্যাশনাল টিউবস, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড-১, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ইউসিবি, আইএসএন লিমিটেড, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, ফনিক্স ফাইন্যান্স, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সিভিও পিআরএল, ইস্টার্ন লুব্রিকেন্টস ও সিমটেক্স ইন্ডাস্ট্রিজ।
দরপতনের শীর্ষ দশ কোম্পানি: ফারইস্ট ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, তমিজুদ্দিন টেক্সটাইল, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এস আলম কোল্ড রোল্ড, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-১, লিগ্যাসী ফুটওয়্যার, রেনউইক যজ্ঞেশ্বর, গোল্ডেন সন ও ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স।