প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত নেওয়ার নিশ্চয়তা দিলো মিয়ানমার 

বাসস
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১৯:৫৩ আপডেট: : ০৫ এপ্রিল ২০২৫, ১৯:৩০
কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প। ফাইল ছবি

ব্যাংকক, ৪ এপ্রিল, ২০২৫ (বাসস): বাংলাদেশে আশ্রয় নেয়া ৮ লাখ রোহিঙ্গার তালিকা থেকে প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে প্রত্যাবর্তনের জন্য চিহ্নিত করেছে সে দেশের কর্তৃপক্ষ। একইসাথে তাদেরকে ফেরত নেওয়ার ব্যাপারে বাংলাদেশকে নিশ্চয়তা দিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ।

২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ছয়টি ধাপে এই মূল তালিকা মিয়ানমারের কাছে হস্তান্তর করে বাংলাদেশ।

আরো ৭০ হাজার রোহিঙ্গাকে চূড়ান্ত যাচাই বাছাইয়ের জন্য ছবি ও নাম মিলিয়ে দেখার কাজ চলমান রয়েছে।

আজ ব্যাংককে বিমসটেকের ষষ্ঠ সম্মেলনের ফাঁকে মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শিউ এই তথ্য বাংলাদেশের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানকে জানান।

এই প্রথম মিয়ানমার কর্তৃপক্ষ একটি নিশ্চিত প্রত্যাবর্তনের তালিকা প্রদান করল, যা রোহিঙ্গা সংকট সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

মিয়ানমার কর্তৃপক্ষ আরও জানিয়েছে, মূল তালিকায় থাকা বাকি ৫ লাখ ৫০ হাজার রোহিঙ্গার যাচাই দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হবে।

বৈঠকে ড. খলিলুর রহমান মিয়ানমারে ভূমিকম্পে নিহতদের প্রতি সমবেদনা জানান এবং বলেন, দুর্যোগকবলিত মানুষের জন্য বাংলাদেশ অতিরিক্ত মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আমাদের শিক্ষায় নৈতিকতা একটি গুরুত্বপূর্ণ মাত্রা : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
মেহেরপুরে ব্যবসায়ীকে জরিমানা
চাঁদপুরের মেঘনা উপকূলীয় চরবাসীদের জন্য ভাসমান হাসপাতাল উদ্বোধন
২০২৮ সাল পর্যন্ত জার্মানী জাতীয় দলের সাথে থাকছেন ফয়লার
সামিটে টেকসই অর্থনীতির ধারণা উপস্থাপন জামায়াতের
চৈত্র সংক্রান্তিতে ছুটি ঘোষণায় সরকারকে পার্বত্য উপদেষ্টার অভিনন্দন
আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে প্রিমিয়ার লিগের পাঁচ দল
নরসিংদীতে রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ 
পারস্পরিক সহযোগিতা বিমসটেক অঞ্চলের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে পারে : কৃষি উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপি’র ১৭৪২ মামলা
১০