অভ্যুত্থানের সকল কারাবন্দীর নাম জুলাই জাদুঘরে সংরক্ষণ করা হবে: আসিফ নজরুল 

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ২০:১৯
বুধবার বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ‘জুলাই করাবন্দীদের স্মৃতিচারণ’ অনুষ্ঠানে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: বাসস

ঢাকা, ৬ আগস্ট, ২০২৫ (বাসস): অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে কারাবন্দীর একটি তালিকা জুলাই জাদুঘরে সংরক্ষণ করা হবে। 

আজ বুধবার বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ‘জুলাই করাবন্দীদের স্মৃতিচারণ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় অনুষ্ঠানটির আয়োজন করে। 

তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর অভ্যুত্থানের শক্তিদের মধ্যে নানান মিথ্যা তথ্য দিয়ে বিভাজনের চেষ্টা করা হচ্ছে। একে অপরের সাথে ঝগড়া, বিভাজন কিংবা বিবেদ তৈরির জন্য আমরা গণঅভ্যুত্থান করিনি।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, জুলাই গণঅভ্যুত্থানে একটি অন্যায়ের বিরুদ্ধে আমরা একসাথে দাঁড়িয়েছি। মানুষের ধর্ম, বর্ণ, গোত্র, রাজনৈতিক আদর্শের পরিচয় সেখানে বাঁধা হয়ে দাঁড়ায়নি। আমরা নিজেদের মানুষ হিসেবে বিবেচনা করে একে অপরের পাশে দাঁিড়য়েছি। কিন্তু দুর্ভাগ্যবশত অভ্যুত্থানের পরে আমাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু গণঅভ্যুত্থানের পূর্বে অভ্যুত্থানের শক্তির মধ্যে শ্রদ্ধার সম্পর্ক ছিল। 

তিনি আরও বলেন,  জুলাইকে আমাদের মনে চিরস্থায়ী করে রাখতে হবে। আমাদের প্রধান দায়িত্ব হলে যারা জুলাইয়ে শহীদ হয়েছে যাদের অঙ্গহানি হয়েছে তাদেরকে যেন আমরা ভুলে না যাই।

অনুষ্ঠানে আর ও বক্তব্য দেন,  জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সদস্য সচিব আখতার হোসেন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ভূঁইয়া, জামায়াতে ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার ও গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুর। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাচারকালে লালমনিরহাট থেকে বিপুল পরিমাণ রাসায়নিক সার উদ্ধার
আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল দাবিতে ছড়াচ্ছে জামায়াতের কর্মসূচির ভিডিও : রিউমার স্ক্যানার
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে ১৮ জন গ্রেফতার
বগুড়ায় আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে : তামিম ইকবাল
ব্লাড ক্যান্সারে মারা গেছেন হাইমচর থানার ওসি মহিউদ্দিন
টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবা জব্দ কোস্ট গার্ডের
ভোটের নামে জনগণের সঙ্গে কেউ প্রহসনের সুযোগ পাবে না : এটর্নি জেনারেল ‎
তানজিদের হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ১৫১ রান
শিশুদের হাতে মোবাইল না দিতে বাসস চেয়ারম্যানের আহ্বান
চাঁদপুরে অনিয়মের দায়ে ১৩টি যানবাহনকে জরিমানা, গাড়ি জব্দ 
১০