সংসদ নির্বাচন নিয়ে মাঠপর্যায়ে মতবিনিময় করতে রংপুর যাচ্ছেন সিইসি

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ২১:৫২
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ফাইল ছবি

ঢাকা, ৬ আগস্ট, ২০২৫ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে মতবিনিময় সভায় অংশ নিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন আগামী ৮ থেকে ১০ আগস্ট রংপুর সফর করবেন। 

আজ বুধবার সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, ‘আগামী ৮ আগস্ট শুক্রবার বেলা সোয়া ১২টায় সিইসি রংপুর সার্কিট হাউজে পৌঁছাবেন। সেখানে জুম্মার নামাজ আদায় এবং অবস্থান করবেন। ৯ আগস্ট শনিবার সকাল ১০টায় রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে তিনি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রংপুর অঞ্চল, রংপুর অঞ্চলের সকল অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।’

বিকেল সাড়ে ৩টায় রংপুরের বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার, ডিআইজি রংপুর রেঞ্জ, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, সেক্টর কমান্ডার, বিজিবি রংপুর, আনসার ও ভিডিপির উপ-মহাপরিচালক, র‌্যাব-১৩ এর অধিনায়ক, কর্নেল জিএস, ডিজিএফআই, অতিরিক্ত পরিচালক, এনএসআই, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, রংপুর অঞ্চল, রংপুর বিভাগের সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন তিনি।

এরপর ১০ আগস্ট রোববার সকাল সাড়ে ৯টায় তিনি সৈয়দপুর বিমানবন্দর থেকে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রিজওয়ানের বিশ্ব রেকর্ড ভাঙলেন অস্ট্রিয়ার করণবীর
চট্টগ্রাম বাজারে শীতের সবজি, কমতে শুরু করেছে দাম 
পিয়েরেকে টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ
যশোরের সড়ক দুুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
রাজধানীর মোহাম্মদপুরে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার 
যশোরের ভবদহে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদী খনন শুরু
নতুন বাংলাদেশে শারীরিক ও মানসিক সুস্থতার কথা ভাবতে হবে: শারমীন 
ডেঙ্গুতে আরো ৪৬৮ জন হাসপাতালে ভর্তি
যুক্তরাষ্ট্রের আলাস্কা এয়ারলাইন্সের ফ্লাইট পুনরায় চালু
অন্তর্বর্তী ও ভবিষ্যতে নির্বাচিত সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো দৃঢ় করতে আগ্রহী ক্রিস্টেনসেন 
১০