ভোটারবিহীন নির্বাচনের অভিযোগে শেখ হাসিনাসহ সাবেক নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে মামলা

বাসস
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৭:৪৯ আপডেট: : ০৯ মে ২০২৫, ১১:৩৭
ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী শেখ হাসিনা ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহম্মদ। ছবি: কোলাজ

ঢাকা, ৮ মে, ২০২৫ (বাসস) : দেশে ভোটারবিহীন নির্বাচন করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কমিশনারদের বিরুদ্ধে মামলা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে আজ বৃহস্পতিবার এ মামলাটি করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া।

শেখ হাসিনা ছাড়াও মামলার অন্য আসামীরা হলেন- শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহম্মদ, কে এম নুরুল হুদা, কাজী হাবিবুল আউয়াল, সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন, সাবেক ডেপুটি এ্যার্টনী জেনোরেল মোঃ আশিক উল হকসহ অজ্ঞাতনামা অনেকে।

মামলার আর্জিতে বলা হয়, আসামীরা যড়যন্ত্রমূলক ভোটারবিহীন দশম (২০১৪), একাদশ (২০১৮) ও দ্বাদশ (২০২৪) জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান আয়োজন করে এবং অধীনস্থদের উক্ত কাজ করতে বাধ্য করে। তারা অনিয়ম ও কারচুপির মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে অনুষ্ঠিত এই তিনটি জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করে। আসামীগণ তাদের সাংবিধানিক দায়িত্ব পালন না করে বাংলাদেশকে অন্য রাষ্ট্রের করদ রাজ্যে পরিণত করেন। এতে বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট করার পাশাপাশি গণতন্ত্র হত্যা করে ভোট ডাকাতির মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করেন। তারা রাষ্ট্র ব্যবস্থা ধবংসের মাধ্যমে ফৌজদারী অপরাধ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.৬৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে
গ্রেটা থুনবার্গসহ ফ্লোটিলার ১৭১ কর্মীকে বিতাড়িত করেছে ইসরাইল
সিলেট বিভাগে এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দুইশ ছাড়িয়েছে
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরতে উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের তুরস্ক সফর
প্রবীণদের আত্মনির্ভরশীল জীবনের সুযোগ তৈরিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
গ্যাসের সুষম মূল্য নিশ্চিত করা হবে : বিইআরসি
সিলেটে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
শিল্পকলায় একযোগে শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী পালন মঙ্গলবার
মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর
১০