লন্ডন যেতে পারেনি চিত্রনায়িকা নিপুণ

বাসস
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৮:২৬ আপডেট: : ১১ জানুয়ারি ২০২৫, ১২:১২
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণ। ছবি: ফেসবুক

সিলেট, ১০ জানুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে লন্ডন যেতে দেওয়া হয়নি।

আজ শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি লন্ডনের ফ্লাইট ধরতে চেয়েছিলেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এসএসআই) সদস্যদের আপত্তিতে তাকে আটকে দেওয়া হয় বলে জানিয়েছেন বিমানবন্দর ইমিগ্রেশন কর্মকর্তারা।

ওসমানী বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মোস্তফা নূর-ই বাহার বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোয়েন্দা সংস্থার সদস্যদের আপত্তির কারণে তাকে ইমিগ্রেশন পাস দেওয়া হয়নি। পরে তিনি বিমানবন্দর থেকে ফিরে গেছেন।

বিমানবন্দরের কর্মকর্তারা জানান, পাসপোর্টে নিপুণের নাম নাসরিন আক্তার লেখা ছিল। মুখে মাস্ক থাকায় তাকে প্রথমে কেউ চিনতে পারেনি। বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশনে গেলে গোয়েন্দা সংস্থার লোকজন তার ব্যাপারে আপত্তি তোলেন। তিনি প্রথমে নিজেকে নিপুণ বলে অস্বীকার করে নাসরিন আক্তার পরিচয় দেন। পরে, যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া যায় তিনিই নিপুণ।

শুক্রবার, সকাল ১০টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-২০১) লন্ডন যেতে সড়কপথে ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান নিপুণ। গত ৫ আগস্টে ছাত্র-জনতার অভুত্থানে আওয়ামী সরকার পতনের পর এতদিন তিনি আত্মগোপনে ছিলেন। তার সঙ্গে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পারভেজের দুর্দান্ত সেঞ্চুরিতে আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
আর কোনো স্বৈরাচার যেন জনগণের অধিকার কেড়ে নিতে না পারে : তারেক রহমান
বাংলাদেশের ইতিহাস হচ্ছে সংগ্রাম, দাসত্ব ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই : মামুনুল হক
চট্টগ্রামের সাবেক কাউন্সিলর যুবলীগ ক্যাডার তৌফিক গ্রেফতার
রাজধানীর বেশকিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি
আর্থিক দুর্নীতি, গঠনতন্ত্র ও বাছাইয়ে অনিয়মের অভিযোগের বিসিবিতে দুদকের অভিযান
প্রাপ্তবয়স্কদের মধ্যে ২৫ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন
মতিঝিলে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে 
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সুযোগ বাড়াতে দূতাবাসের উদ্যোগ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৯ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু ১
১০