লন্ডন যেতে পারেনি চিত্রনায়িকা নিপুণ

বাসস
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৮:২৬ আপডেট: : ১১ জানুয়ারি ২০২৫, ১২:১২
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণ। ছবি: ফেসবুক

সিলেট, ১০ জানুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে লন্ডন যেতে দেওয়া হয়নি।

আজ শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি লন্ডনের ফ্লাইট ধরতে চেয়েছিলেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এসএসআই) সদস্যদের আপত্তিতে তাকে আটকে দেওয়া হয় বলে জানিয়েছেন বিমানবন্দর ইমিগ্রেশন কর্মকর্তারা।

ওসমানী বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মোস্তফা নূর-ই বাহার বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোয়েন্দা সংস্থার সদস্যদের আপত্তির কারণে তাকে ইমিগ্রেশন পাস দেওয়া হয়নি। পরে তিনি বিমানবন্দর থেকে ফিরে গেছেন।

বিমানবন্দরের কর্মকর্তারা জানান, পাসপোর্টে নিপুণের নাম নাসরিন আক্তার লেখা ছিল। মুখে মাস্ক থাকায় তাকে প্রথমে কেউ চিনতে পারেনি। বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশনে গেলে গোয়েন্দা সংস্থার লোকজন তার ব্যাপারে আপত্তি তোলেন। তিনি প্রথমে নিজেকে নিপুণ বলে অস্বীকার করে নাসরিন আক্তার পরিচয় দেন। পরে, যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া যায় তিনিই নিপুণ।

শুক্রবার, সকাল ১০টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-২০১) লন্ডন যেতে সড়কপথে ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান নিপুণ। গত ৫ আগস্টে ছাত্র-জনতার অভুত্থানে আওয়ামী সরকার পতনের পর এতদিন তিনি আত্মগোপনে ছিলেন। তার সঙ্গে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
একমাত্র মেয়েকে নিয়ে যেন অথৈ সাগরে শহীদ জাহিদের স্ত্রী
বৈষম্য ও ফ্যাসিবাদমুক্ত দেশ গড়ার প্রত্যাশায় জীবন দেন শহীদ মিলন
জাপানে ‘ওয়ার্ল্ড এক্সপোতে’ বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন
জামায়াত নেতৃবৃন্দের সাথে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
সংস্কার যাত্রা শুরু না হওয়া পর্যন্ত গণঅভ্যুত্থান সফল হবে না: রাষ্ট্র সংস্কার আন্দোলন
বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের অধিকার সমান: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
২০২৬ সালের মধ্যে অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি চুড়ান্ত করতে চায় বাংলাদেশ-ইইউ
ডিপিএল: কাল আবাহনী-মোহামেডান হাইভোল্টেজ লড়াই
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন হাসপাতালে ভর্তি
২০২৬ সালের প্রথম দিকে পটুয়াখালী ইপিজেডে প্লট বরাদ্দ শুরু করবে বেপজা
১০