শিশু একাডেমি প্রাঙ্গণে তিন দিনব্যাপী কিডস টাইম মেলা শুরু

বাসস
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১৬:৪৭
শিশু একাডেমি প্রাঙ্গণে তিন দিনব্যাপী কিডস টাইম মেলা শুরু। ছবি: কিডস টাইম ফেসবুক পেজ

ঢাকা, ২৪ জানুয়ারি, ২০২৫ (বাসস) : শিশু একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে বাংলাদেশে শিশুদের ক্রিয়েটিভিটি উদযাপনের সবচেয়ে বড় আয়োজন ‘কিডস টাইম মেলা’।

তিন দিনব্যাপী কিডস টাইমের পঞ্চম বারের এই মেলা আজ সকাল থেকে শুরু হয়েছে।

তিন দিনের এই আয়োজনে রয়েছে-গুফির পাপেট শো, ম্যাজিক শো, নিউট্রিশন ও নিরাপদ খাবার নিয়ে বিশেষ গেমসহ আরও অনেক কিছু। এছাড়াও নাচ, গান, কবিতা আবৃত্তিসহ শিশুদের অংশগ্রহণে থাকছে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। কিডস টাইমের এ আয়োজনের নিউট্রিশন পার্টনার হিসেবে রয়েছে গ্রামীণ ডানোন শক্তি, প্যারেন্টিং পার্টনার টগুমগু, আইসক্রিম পার্টনার পোলার, হাইজিন পার্টনার ডেটল, স্নাক্স পার্টনার স্কয়ার, লজিস্টিক পার্টনার পেপারফ্ল্যাই এবং বিনোদন পার্টনার গুফি ওয়ার্ল্ড।

মেলায় বিশেষ আকর্ষণ ‘কিডস টাইম ক্রিয়েটিভ জোন’ এবং গ্রামীণ ডানোন শক্তির ‘হেলদি জোন।’ ক্রিয়েটিভ জোনে শিশুরা তাদের পছন্দমতো ক্রিয়েটিভ সব আর্ট ও ক্র্যাফটের কাজ করেছে। হেলদি জোনে আছে শিশুদের জন্য মজাদার সব গেমিং এবং গিফট পাওয়ার সুযোগ। মেলায় শিশুদের জন্য আরো আছে ডুডল বোর্ড, ফটো বুথ এবং পছন্দের ডিজাইনে টি শার্ট বানানোর সুযোগ।
 
কিডস টাইমের প্রতিষ্ঠাতা তাহমিনা রহমান বলেন, ‘এই ইভেন্টের লক্ষ্য হলো ৩ থেকে ১২ বছর বয়সী শিশুদের শিক্ষা, স্বাস্থ্য এবং সুস্থতা নিয়ে কাজ করা বিভিন্ন ব্র্যান্ড এবং উদ্যোগগুলিকে এক সাথে করা’। এ ছাড়াও বাবা-মায়েদের ক্রিয়েটিভিটি, সেইফ ফুড ও নিউট্রিশন সম্পর্কে জানানোও মেলার অন্যতম লক্ষ্য বলে তিনি জানান।

অভিভাবকরা চাইলে সরাসরি অনলাইন থেকে মেলার রেজিস্ট্রেশন করতে পারবেন। পাশাপাশি শিশু একাডেমিতে মেলার যেকোনো দিন যেতে পারবেন। https://fair.kidstimebd.com - এই লিংকে গিয়ে কিডস টাইম মেলা ২০২৫ এর রেজিস্ট্রেশন করা যাবে। মেলার স্থানেও টিকেট কেটে মেলায় প্রবেশ করা যাবে।

আগ্রহী স্কুল কিডস টাইম মেলায় তাদের শিক্ষার্থীদের নিয়ে আসতে পারেন। স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে প্রবেশের সুবিধা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পারভেজের দুর্দান্ত সেঞ্চুরিতে আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
আর কোনো স্বৈরাচার যেন জনগণের অধিকার কেড়ে নিতে না পারে : তারেক রহমান
বাংলাদেশের ইতিহাস হচ্ছে সংগ্রাম, দাসত্ব ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই : মামুনুল হক
চট্টগ্রামের সাবেক কাউন্সিলর যুবলীগ ক্যাডার তৌফিক গ্রেফতার
রাজধানীর বেশকিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি
আর্থিক দুর্নীতি, গঠনতন্ত্র ও বাছাইয়ে অনিয়মের অভিযোগের বিসিবিতে দুদকের অভিযান
প্রাপ্তবয়স্কদের মধ্যে ২৫ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন
মতিঝিলে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে 
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সুযোগ বাড়াতে দূতাবাসের উদ্যোগ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৯ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু ১
১০