বান্দরবানে ‘চইংজা খ্রাং’ নাটক মঞ্চস্থ

বাসস
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৯
বান্দরবানে অনুষ্ঠিত নাটক ‘চইংজা খ্রাং’এর অংশবিশেষ। ছবি: বাসস

বান্দরবান, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : বান্দরবানে অনুষ্ঠিত হয়ে গেল নাটক ‘চইংজা খ্রাং’। যার বাংলা অর্থ ‘কাল্পনিক’। সুবীর মহাজনের নাট্যভাবনা, পরিকল্পনা ও নির্দেশনায় জেলা শিল্পকলা একাডেমী বান্দরবান - এর প্রযোজনায় বান্দরবান ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে গতকাল সন্ধ্যায় এ নাটক মঞ্চায়িত হয়।  

আয়োজকরা জানান, বহুভাষিক অঞ্চল বান্দরবান জেলার বৈচিত্র্যময় জনজীবনের একটি চরিত্রকে কেন্দ্র করে নাট্য মুহূর্ত নির্মাণ করা হয়। বিচিত্র টানাপোড়নে, নানা নিয়মের আবর্তে ঘুরপাক খেতে থাকে মানুষ, যেন শেকল পরা মুক্ত বিহঙ্গ এক। নিজেকে অতিক্রম করার তীব্র বাসনায় তাড়িত জীবন মানতে চায় না কোন বাধা। বাধা অতিক্রম করতে গিয়ে মুখোমুখি হয় প্রতিবন্ধকতার, তীব্র আঘাতে সেই বাধাকে বিলীন করে এগিয়ে যায় মানুষ। গড়ে স্বপ্নের রাজ্য। বহুভাষিক অঞ্চল বান্দরবান জেলার বৈচিত্র্যময় জনজীবনের একটি চরিত্রকে কেন্দ্র করে এই নাটকটি নির্মাণ করা হয়েছে । 

তারা আরো জানান, এই নাটকে প্রখ্যাত নাট্যজন নাট্যকার এস এম সোলায়মান এর ইংগিত নাটকের কয়েকটি দৃশ্যের সংযোজন করা হয়েছে। তারুণ্যের শক্তির সম্মিলনে এ নাট্যযাত্রার নানা অভিব্যক্তির মধ্যে দিয়ে কিছু কিছু সংকটকে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।

নাট্যনির্মাতা সুবীর মহাজন বলেন,  কিছু সমস্যাকে আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি। যেগুলো আসলেই পরিবর্তন হওয়া দরকার। মানুষের জন্যই সবকিছু। মানুষের প্রতিবন্ধকতা তৈরি হয় এমন কিছু পরিবর্তনের অঙ্গিকার আমরা নাটকের মাধ্যমে করি। তিনি বলেন, শেষ পর্যন্ত টিকে থাকবে ভালো নাটক। আমাদের হয়তো একটু অপেক্ষা করতে হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মার্শের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল অস্ট্রেলিয়া
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে : প্রধান উপদেষ্টা
ইরানে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর
সুনসান নীরবতা চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে 
সাইবারট্রাক দুর্ঘটনায় নিহত কিশোরীর পরিবারের টেসলার বিরুদ্ধে মামলা : রিপোর্ট
ইউক্রেনের রেল স্টেশনে রাশিয়ার হামলায় কমপক্ষে ৩০ জন আহত : জেলেনস্কি
জাদেজা নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ শুরু ভারতের
বাংলাদেশ মানবপাচার-বিরোধী পদক্ষেপ জোরদার করেছে : মার্কিন টিআইপি রিপোর্ট
গাজাগামী ফ্লোটিলা থেকে ৩৬ জন নাগরিকের দেশে ফেরার কথা রয়েছে : তুরস্ক
পটুয়াখালীতে ৭ দিনেও খোঁজ মেলেনি ৫ জেলের
১০