বান্দরবানে ‘চইংজা খ্রাং’ নাটক মঞ্চস্থ

বাসস
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৯
বান্দরবানে অনুষ্ঠিত নাটক ‘চইংজা খ্রাং’এর অংশবিশেষ। ছবি: বাসস

বান্দরবান, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : বান্দরবানে অনুষ্ঠিত হয়ে গেল নাটক ‘চইংজা খ্রাং’। যার বাংলা অর্থ ‘কাল্পনিক’। সুবীর মহাজনের নাট্যভাবনা, পরিকল্পনা ও নির্দেশনায় জেলা শিল্পকলা একাডেমী বান্দরবান - এর প্রযোজনায় বান্দরবান ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে গতকাল সন্ধ্যায় এ নাটক মঞ্চায়িত হয়।  

আয়োজকরা জানান, বহুভাষিক অঞ্চল বান্দরবান জেলার বৈচিত্র্যময় জনজীবনের একটি চরিত্রকে কেন্দ্র করে নাট্য মুহূর্ত নির্মাণ করা হয়। বিচিত্র টানাপোড়নে, নানা নিয়মের আবর্তে ঘুরপাক খেতে থাকে মানুষ, যেন শেকল পরা মুক্ত বিহঙ্গ এক। নিজেকে অতিক্রম করার তীব্র বাসনায় তাড়িত জীবন মানতে চায় না কোন বাধা। বাধা অতিক্রম করতে গিয়ে মুখোমুখি হয় প্রতিবন্ধকতার, তীব্র আঘাতে সেই বাধাকে বিলীন করে এগিয়ে যায় মানুষ। গড়ে স্বপ্নের রাজ্য। বহুভাষিক অঞ্চল বান্দরবান জেলার বৈচিত্র্যময় জনজীবনের একটি চরিত্রকে কেন্দ্র করে এই নাটকটি নির্মাণ করা হয়েছে । 

তারা আরো জানান, এই নাটকে প্রখ্যাত নাট্যজন নাট্যকার এস এম সোলায়মান এর ইংগিত নাটকের কয়েকটি দৃশ্যের সংযোজন করা হয়েছে। তারুণ্যের শক্তির সম্মিলনে এ নাট্যযাত্রার নানা অভিব্যক্তির মধ্যে দিয়ে কিছু কিছু সংকটকে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।

নাট্যনির্মাতা সুবীর মহাজন বলেন,  কিছু সমস্যাকে আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি। যেগুলো আসলেই পরিবর্তন হওয়া দরকার। মানুষের জন্যই সবকিছু। মানুষের প্রতিবন্ধকতা তৈরি হয় এমন কিছু পরিবর্তনের অঙ্গিকার আমরা নাটকের মাধ্যমে করি। তিনি বলেন, শেষ পর্যন্ত টিকে থাকবে ভালো নাটক। আমাদের হয়তো একটু অপেক্ষা করতে হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
একমাত্র মেয়েকে নিয়ে যেন অথৈ সাগরে শহীদ জাহিদের স্ত্রী
বৈষম্য ও ফ্যাসিবাদমুক্ত দেশ গড়ার প্রত্যাশায় জীবন দেন শহীদ মিলন
জাপানে ‘ওয়ার্ল্ড এক্সপোতে’ বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন
জামায়াত নেতৃবৃন্দের সাথে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
সংস্কার যাত্রা শুরু না হওয়া পর্যন্ত গণঅভ্যুত্থান সফল হবে না: রাষ্ট্র সংস্কার আন্দোলন
বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের অধিকার সমান: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
২০২৬ সালের মধ্যে অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি চুড়ান্ত করতে চায় বাংলাদেশ-ইইউ
ডিপিএল: কাল আবাহনী-মোহামেডান হাইভোল্টেজ লড়াই
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন হাসপাতালে ভর্তি
২০২৬ সালের প্রথম দিকে পটুয়াখালী ইপিজেডে প্লট বরাদ্দ শুরু করবে বেপজা
১০