ঢাকা, ১৭ মে, ২০২৫ (বাসস) : কোভিড-উত্তর ‘রুগ্ন’ আমেরিকাকে ঘিরে নির্মিত ব্যঙ্গাত্মক থ্রিলার এডিংটনে অভিনয় করেছেন জোয়াকিন ফিনিক্স। শুক্রবার কান চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ার হয়।
ফ্রান্সের কান থেকে এএফপি জানায়, চলচ্চিত্রটির পরিচালনা করেছেন উদীয়মান মার্কিন নির্মাতা আরি অ্যাস্টার। নিউ মেক্সিকোর ছোট্ট একটি শহরে ‘টক্সিক রাজনীতি’ ও ষড়যন্ত্র তত্ত্বের আবহে নির্মিত হয়েছে ছবিটি, যেখানে অ্যাস্টারের নিজস্ব শৈলীতে ওয়েস্টার্ন ঘরানার থ্রিলারের ছাপ পাওয়া যায়।
ছবিতে ফিনিক্স অভিনয় করেছেন এক দুর্বল কিন্তু মানবিক শেরিফের চরিত্রে, যিনি কভিডের মাস্ক বাধ্যবাধকতা, ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন এবং প্রজন্মগত দ্বন্দ্বের ভেতর শহরের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করছেন।
আরি অ্যাস্টার কানসে সাংবাদিকদের বলেন, 'আমার মনে হয়, এখন আমরা এমন এক সময়ে আছি যেখানে প্রত্যেকে নিজস্ব এক বাস্তবতায় বাস করছে। কেউ আর কোনটা সত্য এবং কোনটা বাস্তবে ঘটছে তা নিয়ে একমত নয়।,'
৩৮ বছর বয়সী এই পরিচালক বলেন, 'আমি মনে করি, গণতান্ত্রিক সমাজে যুগের পর যুগ ধরে যে সম্মত ‘বাস্তবতার’ ধারণা ছিল—তা কভিডের সময় সম্পূর্ণ ভেঙে যায়। সেটাই ছিল এক নতুন অধ্যায়ের সূচনা।'
হেরেডিটারি ও মিডসমিডসমারের মতো ভীতিকর ছবির জন্য পরিচিত অ্যাস্টার এবার দক্ষিণের অস্ত্রপ্রেমী রক্ষণশীল থেকে শুরু করে তথাকথিত উদারপন্থী সাদা ‘অ্যান্টি-রেসিজম’ কর্মীদেরও ব্যঙ্গ করেছেন।
ছবিতে ফিনিক্সের স্ত্রীর ভূমিকায় আছেন এমা স্টোন, যিনি ধীরে ধীরে শিশুর প্রতি সহিংসতা নিয়ে উন্মত্ত ডানপন্থী ষড়যন্ত্র তত্ত্বকারীদের এক জগতে জড়িয়ে পড়েন।
সমাজের পতনের আভাস
আরি অ্যাস্টার বলেন, 'আমি সত্যিই আমাদের সমাজ যে দিকে এগোচ্ছে তা নিয়ে শঙ্কিত। মনে হচ্ছে, ক্রোধ ও বিভক্তিকে প্রশমিত করার জন্য কিছুই করা হচ্ছে না।'
ছবিতে দেখা যায়, সমাজ মাধ্যমে ভিডিও শেয়ার, একে অপরকে ফিল্ম করা এবং নানান পোস্টের মাধ্যমে সমাজের অস্থিরতা কীভাবে আরও বাড়ছে। একটি দৃশ্যে শেরিফ জো ক্রস (ফিনিক্স) বলেন, 'ভেবে দেখার সময় নেই—শেয়ার করো'
তিনি বলেন, 'যখন একে অপরের বাস্তবতা মেলেনা, তখন সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষই ধীরে ধীরে সবাইকে আচ্ছন্ন করে ফেলে।'
ছবিটিতে পেদ্রো প্যাসকাল ও অস্টিন বাটলারও অভিনয় করেছেন। এটি কান প্রতিযোগিতার প্রধান বিভাগে পাম দ’অর-এর জন্য মনোনীত হয়েছে। আগামী ২৪ মে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
গত বছর সেরা চলচ্চিত্রের পাম দ’অর জয়ী সান বেকারের এনোরা পরে অস্কারে সেরা ছবির পুরস্কার জিতেছিল।
এডিংটন আগামী জুলাইয়ে আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে।