আঞ্চলিক সংকট নিয়ে আলোচনা করতে বাগদাদে আরব লীগের বৈঠক 

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৩:৪২

ঢাকা, ১৭ মে, ২০২৫ (বাসস) :  গাজা এবং অন্যান্য আঞ্চলিক সংকট নিয়ে আলোচনা করার জন্য আরব লীগ শনিবার বাগদাদে বৈঠক করছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপসাগরীয় সফরের ঠিক পরে অনুষ্ঠেয় আলোচনায় কিছু গুরুত্বপূর্ণ নেতা অনুপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

বাগদাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

চলতি বছরের শুরুতে ট্রাম্প ঘোষণা করেছিলেন, আমেরিকা গাজা দখল করবে এবং এটিকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ হিসেবে পরিণত করবে। যার ফলে আরব নেতারা গত মার্চ মাসে কায়রোতে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে এই অঞ্চলটি পুনর্নির্মাণের পরিকল্পনা নেয়। 

শুক্রবার বাগদাদে পৌঁছানো প্রথম আরব নেতা হলেন ফিলিস্তিনি রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস। 

তবে একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, বেশিরভাগ উপসাগরীয় দেশের মন্ত্রী পর্যায়ে নেতৃবৃন্দ বৈঠকে যোগ দেবে। 

বিশেষ করে ইসরাইল তার আক্রমণাত্মক কর্মকাণ্ড বৃদ্ধির পরিকল্পনা অনুমোদন করার এবং অঞ্চল ‘বিজয়ের’ কথা বলার পর গাজার যুদ্ধই আলোচ্যসূচিতে প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে। 

জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস এবং স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। তিনি গাজায় ইসরাইলের ধ্বংসাত্মক আক্রমণের তীব্র সমালোচনা করেছেন। তিনি অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে। 

ইরাকি পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন বলেছেন, বাগদাদ শীর্ষ সম্মেলনে ট্রাম্পের ব্যাপকভাবে নিন্দিত প্রস্তাবের বিকল্প হিসেবে গাজার পুনর্গঠনকে সমর্থন করার জন্য গত মার্চ মাসে কায়রোর বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোকে সমর্থন করা হবে।

গত বৃহস্পতিবার কাতার থেকে ট্রাম্প পুনর্ব্যক্ত করে বলেছেন, তিনি চান আমেরিকা গাজাকে ‘দখল" করুক এবং এটিকে ‘স্বাধীনতা অঞ্চলে’ পরিণত করুক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে মেঘনার ভাঙ্গন আতঙ্কে উপকূলীয় বাসিন্দারা
টাঙ্গাইলের শুভ সূচনা
ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৭ দফা ঘোষণাপত্র প্রকাশ
বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা পঞ্চম সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার
তুরাগকে উত্তরা থেকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে মানববন্ধন
চীনে নির্মাণাধীন সেতু দুর্ঘটনায় নিহত ১০, নিখোঁজ ৪ 
চট্টগ্রামে র‌্যাবের অভিযানে হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ত্রাস শফি অস্ত্রসহ গ্রেফতার
ইউক্রেনের আরো ৩ গ্রাম দখলের দাবি রাশিয়ার
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেফতার
১০