চট্টগ্রামে র‌্যাবের অভিযানে হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১৯:২০

চট্টগ্রাম, ২২ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পৃথক তিনটি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পলাতক ৪ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। এর মধ্যে দুজন রিফাত হত্যা মামলার, একজন সাব্বির হত্যার এবং একজন রাজধানীর ক্লুলেস হত্যা মামলার আসামি।

আজ শুক্রবার র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার রাতে নগরের আকবর শাহ ও কোতয়ালী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতাররা হলেন, সন্দ্বীপ উপজেলার মগধরা এলাকার বাসিন্দা মো. দিদার মাঝি (৪৬) ও তার ছেলে মো. শাহাদাত (২০), মো. আতাউর (২২) এবং মো. গিয়াস উদ্দিন লিটন (৫৬)। 

তাদের মধ্যে দিদার মাঝি ও তার ছেলে মো. শাহাদাত রিফাত হত্যা মামলার আসামি। তাদের বিরুদ্ধে অপহরণ করে নির্মম হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। অন্যদিকে একদল সন্ত্রাসীর সঙ্গে সংঘবদ্ধ হয়ে সাব্বির হত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে মো. আতাউরের বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। এছাড়াও রাজধানীর ডেমরা থানার ক্লুলেস হত্যা মামলার আসামি মো. গিয়াস উদ্দিন লিটন দীর্ঘদিন ধরে চট্টগ্রামে আত্মগোপনে ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৩৩ জন 
মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার
দুদকের ৪টি অভিযানে দুর্নীতি ও অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলেছে
কাঠমান্ডু থেকে দেশে ফিরলেন বাংলাদেশ ফুটবল দল ও আটকে পড়া নাগরিকরা
জয় দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ
বৈষম্যের শিকার অফিসারদের আবেদনপত্র ২১ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে
দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে রাজবাড়িতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
জামায়াতের আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
‘পোপ ফেস্ট’ উদযাপনে ভ্যাটিকান রাষ্ট্রদূতের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দল
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোন বিকল্প আমাদের হাতে নেই : প্রধান উপদেষ্টা
১০