চট্টগ্রামে র‌্যাবের অভিযানে হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১৯:২০

চট্টগ্রাম, ২২ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পৃথক তিনটি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পলাতক ৪ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। এর মধ্যে দুজন রিফাত হত্যা মামলার, একজন সাব্বির হত্যার এবং একজন রাজধানীর ক্লুলেস হত্যা মামলার আসামি।

আজ শুক্রবার র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার রাতে নগরের আকবর শাহ ও কোতয়ালী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতাররা হলেন, সন্দ্বীপ উপজেলার মগধরা এলাকার বাসিন্দা মো. দিদার মাঝি (৪৬) ও তার ছেলে মো. শাহাদাত (২০), মো. আতাউর (২২) এবং মো. গিয়াস উদ্দিন লিটন (৫৬)। 

তাদের মধ্যে দিদার মাঝি ও তার ছেলে মো. শাহাদাত রিফাত হত্যা মামলার আসামি। তাদের বিরুদ্ধে অপহরণ করে নির্মম হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। অন্যদিকে একদল সন্ত্রাসীর সঙ্গে সংঘবদ্ধ হয়ে সাব্বির হত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে মো. আতাউরের বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। এছাড়াও রাজধানীর ডেমরা থানার ক্লুলেস হত্যা মামলার আসামি মো. গিয়াস উদ্দিন লিটন দীর্ঘদিন ধরে চট্টগ্রামে আত্মগোপনে ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ
ক্যামেরুনের অপহৃত ১০ শিশুকে উদ্ধার
জাতিসংঘ গাজায় দুর্ভিক্ষ ঘোষণার পর সীমান্তের প্রবেশদ্বার খুলে দেওয়ার দাবি হামাসের
মেহেরপুর জেলা বিএনপির সম্মেলন ৩০ আগস্ট, নির্বাচন কমিশন গঠন
১০