আইপিসি’র প্রতিবেদন প্রত্যাখ্যান করে ইসরাইল বলেছে ‘গাজায় দুর্ভিক্ষ নেই’

বাসস
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১৭:৫১

ঢাকা, ২২ আগস্ট, ২০২৫ (বাসস): জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা মূল্যায়ন বিষয়ক সংস্থা আইপিসি’র প্রতিবেদন প্রত্যাখ্যান করে ইসরাইল শুক্রবার বলেছে, ‘গাজায় কোনও দুর্ভিক্ষ নেই এবং প্রতিবেদনটি হামাসের মিথ্যাচারের ভিত্তিতে তৈরি করা হয়েছে।’

জেরুজালেম থেকে এএফপি জানায়, ‘দ্য ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেইজ ক্লাসিফিকেশন (আইপিসি)- এর এক প্রতিবেদনে গাজা উপত্যকার প্রায় ২০ শতাংশ এলাকা জুড়ে বিস্তৃত গাজা গভর্নরেটে দুর্ভিক্ষ চলছে বলে দাবি করা হয়।

এ প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘গাজায় কোনও দুর্ভিক্ষ নেই। আইপিসি প্যানেলের প্রতিবেদন হামাসের মিথ্যাচারের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘সম্প্রতি গাজায় বিপুল পরিমাণ ত্রাণ সহায়তা এসেছে। সুতরাং (আপিসি’র) এই মূল্যায়নও রাজনৈতিক নথির ঘৃণ্য আবর্জনার ঝুড়িতে নিক্ষেপ করা হবে।’

ফিলিস্তিন অঞ্চলে নাগরিক বিষয়াবলি তদারকি করা ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শাখা ‘কোগ্যাট’ প্রতিবেদনটির তীব্র বিরোধিতা করেছে।

সংস্থাটি জানায়, কোগ্যাট দৃঢ়ভাবে গাজার উপত্যকা, বিশেষ করে গাজা সিটিতে দুর্ভিক্ষের দাবিকে প্রত্যাখ্যান করেছে। আইপিসির পূর্ববর্তী প্রতিবেদন ও মূল্যায়নগুলো বারবার ভুল প্রমাণিত হয়েছে এবং বাস্তবতার সাথে মিলছে না।

কোগ্যাট আরও বলেছে, আইপিসি প্যানেলের প্রতিবেদন সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজার মানবিক পরিস্থিতি ‘স্থিতিশীল করার’ প্রচেষ্টাকে উপেক্ষা করেছে। প্রতিবেদন প্রণেতারা ‘আংশিক তথ্য’ ব্যবহার করেছেন এবং তাদের (ইসরাইলের) সরবরাহকৃত তথ্যকে উপেক্ষা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পশ্চিম তীরে আত্মসমর্পণকারী ২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল
ইন্দোনেশিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৮৪
খুলনায় কেডিএ ও কেসিসির অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ
পোস্টাল ব্যালটে ভোট দিতে ৭০,৬৬০ প্রবাসীর নিবন্ধন
মোল্লাহাটে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
যুদ্ধবিরতি বার্ষিকীতে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইল হামলা চালিয়েছে
শেরপুরে পাখি না মারার শর্তে মুচলেকায় ছাড়া পেলেন দুই শিকারি
টাঙ্গাইলে নতুন রূপে উন্মুক্ত হল পাঠকবান্ধব লাইব্রেরি
নির্বাচনী প্রচারে নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা বিএনপির
ইউক্রেনে যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করলেন ন্যাটো প্রধান
১০