চীনে নির্মাণাধীন সেতু দুর্ঘটনায় নিহত ১০, নিখোঁজ ৪ 

বাসস
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১৯:৩৬
ছবি : সংগৃহীত

ঢাকা, ২২ আগস্ট, ২০২৫ (বাসস):  চীনে উত্তর-পশ্চিমাঞ্চলে আজ শুক্রবার নির্মাণাধীন একটি সেতুর দড়ি ছিঁড়ে ১০ জন নিহত এবং আরো চার জন নিখোঁজ হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
 
বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, নির্মাণাধীন সেতুর দড়ি মাঝ বরাবর ছিঁড়ে গিয়ে ইয়েলো নদীতে ডুবে যাচ্ছে।

চীনের সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, একটি স্টিলের তার ছিঁড়ে যাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

চীনের পিপলস ডেইলি জানায়, আজ শুক্রবার স্থানীয় সময় ভোর ৩টার দিকে যখন দড়িটি ছিঁড়ে যায়, ওই সময় কিংহাই প্রদেশের ইয়েলো নদীর ওপর বিস্তৃত ওই সেতুতে ১৫ জন শ্রমিক ও একজন প্রকল্প ব্যবস্থাপক কাজ করছিলেন।

সিসিটিভি জানিয়েছে, ১০ জন নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও এখনো চার জনের ব্যাপারে কিছুই জানা যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, এটি ইয়েলো নদীর ওপর অবস্থিত চীনের প্রথম রেলওয়ে স্টিল ট্রাস আর্চ ব্রিজ, যা দেশের দ্বিতীয় দীর্ঘতম হিসেবে পরিচিত।

প্রতিবেদনে আরও বলা হয়, নিখোঁজদের অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

২০২৪ সালের ডিসেম্বরে দক্ষিণ চীনের শেনজেন শহরে একটি প্রধান রেলপথের নির্মাণস্থলে ধসের পর ১৩ জন নিখোঁজ হন। ওই ঘটনায় কেউ বেঁচে থাকার খবর পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ
ক্যামেরুনের অপহৃত ১০ শিশুকে উদ্ধার
জাতিসংঘ গাজায় দুর্ভিক্ষ ঘোষণার পর সীমান্তের প্রবেশদ্বার খুলে দেওয়ার দাবি হামাসের
মেহেরপুর জেলা বিএনপির সম্মেলন ৩০ আগস্ট, নির্বাচন কমিশন গঠন
১০