সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করতে বৈঠকে বসেছে ইসি

বাসস
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৫:৫৯
ফাইল ছবি

ঢাকা, ২১ আগস্ট, ২০২৫ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কর্মপরিকল্পনা (রোডম্যাপ) নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তাদের নিয়ে এই বৈঠক শুরু হয়।

বৈঠকের বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) বলেন, ‘কর্মপরিকল্পনা নিয়ে আমরা বৈঠক শুরু করলাম। অনেকগুলো বিষয় থাকায় আজকের মধ্যে সম্ভব নাও হতে পারে। সে ক্ষেত্রে রোববার-সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। নির্বাচন কমিশনার ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সার্বিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকেও জানাতে হবে। এরপর ফাইনাল করে জানানো হবে।’

এর আগে গত ১৮ আগস্ট ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়ে ছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই সপ্তাহে ইসির কর্মপরিকল্পনার (নির্বাচনী রোডম্যাপ) ঘোষণা করা হবে। তিনি বলেন, ‘একটা কর্মপরিকল্পনার (নির্বাচনী রোডম্যাপ) বিষয়ে বলেছিলাম আমরা এই সপ্তাহে এটা করবো। কর্মপরিকল্পনার তো আমাদের আন্ত অনুবিভাগ সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে। কর্মপরিকল্পনার ড্রাফটটা করা হয়েছে। ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুয়েট ভাইস-চ্যান্সেলরের সঙ্গে ‘বৃহত্তর আমরা খুলনাবাসী’ নেতাদের সৌজন্য সাক্ষাৎ
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল পরীক্ষার ফল প্রকাশ : পাশের হার ৯২.৭২ শতাংশ
লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৫ বাংলাদেশি 
সাদাপাথরকে আগের রূপে ফেরানোর সব চেষ্টা করা হবে : ডিসি সারওয়ার আলম
ভিসা আবেদনে জাল নথি ব্যবহারে যুক্তরাষ্ট্রের সতর্কতা
নির্বাচনে সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে : হামিদুর রহমান আযাদ
সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা
ফরিদগঞ্জ পৌর সড়কে অভিযান, জরিমানা
দেশের নদীবন্দরসমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত
বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির ১১৬তম জন্মদিন উদযাপিত
১০