তুরাগকে উত্তরা থেকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে মানববন্ধন

বাসস
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১৯:৩৮
তুরাগকে উত্তরা থেকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে শুক্রবার মানববন্ধন করেছে সচেতন তুরাগবাসী। ছবি: বাসস

ঢাকা, ২২ আগস্ট, ২০২৫ (বাসস) : তুরাগকে উত্তরা থেকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে মানববন্ধন করেছে সচেতন তুরাগবাসী। তারা বলছেন, একটি মহল নিজেদের রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ডকে উত্তরা থেকে বিচ্ছিন্ন করে মিরপুরের সঙ্গে যুক্ত করতে চায়। এই প্রচেষ্টার বিরুদ্ধে তারা মানববন্ধনে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে।

আজ শুক্রবার সকালে উত্তরায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, তুরাগ ঢাকা-১৮ আসনের সঙ্গে ছিল, আছে এবং থাকবে। আমরা কখনও ঢাকা-১৬ তথা মিরপুরের সঙ্গে যুক্ত হতে চাই না।

সচেতন তুরাগবাসীর সভাপতি ও ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাওলানা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. শফিকুল ইসলাম ও সমাজসেবক কামরুল হাসানের পরিচালনায় মানববন্ধনটি উত্তরা ১২ নাম্বার খালপাড়ে অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, ঢাকা-১৮ আসনের বাসিন্দারা সুখে-দুঃখে একে অপরের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে মিলেমিশে বসবাস করছে। এ তিন ওয়ার্ডে প্রায় লক্ষাধিক ভোটারের বসবাস। ওয়ার্ডসমূহের বাসিন্দাদের নাগরিক সকল কার্যক্রম, যাতায়াত ব্যবস্থাসহ সব কিছু ঢাকা-১৮ তথা উত্তরার সঙ্গে সংযুক্ত।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সুরুজ্জামান, উত্তরা মডেল থানা জামায়াতের আমীর ইব্রাহিম খলিল, তুরাগ মধ্য থানা জামায়াতের আমীর গাজী মনির হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন, এডভোকেট শরীফ উদ্দিন মিয়া, বিশিষ্ট সমাজসেবক মুজিবুর রহমান, মুহিবুল্লাহ, কামরুল ইসলাম, বাউনিয়ার বাসিন্দা নুরুল ইসলাম, বাইলজুরীর বাসিন্দা শরিফ উদ্দিন মন্ডল, পাকুরিয়ার বাসিন্দা মাসুদ রানা, ১৭ নং সেক্টর কল্যাণ সমিতির সদস্য আব্দুর রশিদ খন্দকার, ১৮নং সেক্টরের স্থায়ী বাসিন্দা বাদল, বাদালদির মাহফুজুল ইসলামসহ তুরাগের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ
ক্যামেরুনের অপহৃত ১০ শিশুকে উদ্ধার
জাতিসংঘ গাজায় দুর্ভিক্ষ ঘোষণার পর সীমান্তের প্রবেশদ্বার খুলে দেওয়ার দাবি হামাসের
মেহেরপুর জেলা বিএনপির সম্মেলন ৩০ আগস্ট, নির্বাচন কমিশন গঠন
ইরানে অতর্কিত হামলায় ৫ পুলিশ নিহত
১০