লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

বাসস
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ২২:৪৮

ঢাকা, ২২ আগস্ট, ২০২৫ (বাসস) : রাজধানীর লালবাগে মাদক সেবন, বহন ও চুরিসহ বিভিন্ন অপরাধে সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে ১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ- পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজ শুক্রবার লালবাগ বিভাগের কামরাঙ্গীরচর, কোতয়ালী, বংশাল, লালবাগ, চকবাজার ও সূত্রাপুর এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযান চালানো হয়।

এসময় মাদক সেবন ও বহনের অভিযোগে ১৩টি মামলায় মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে উপস্থাপন করা হয়।

আদালতে অপরাধের ধরন ও মাদকের পরিমাণ বিবেচনায় আসামিদের ১৫ দিন থেকে দেড় বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া, মহিলা পথচারীর ব্যাগ থেকে মোবাইল ছিনতাইয়ের অভিযোগে দুই নারীকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। বাসায় ঢুকে মোবাইল চুরির ঘটনায় আরও দুজনকে যথাক্রমে ছয় মাস ও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে অপরাধের প্রমাণ না পাওয়ায় দুইজনকে খালাস দেওয়া হয়।বিচার প্রক্রিয়ায় উদ্ধার হওয়া দুটি চোরাই মোবাইল তাদের প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চুরি, ছিনতাই, মাদক, ইভটিজিং ও রাস্তায় অবৈধ দখলের মতো অপরাধ দমনে নিয়মিত সংক্ষিপ্ত আদালত পরিচালনা করা হচ্ছে। এতে ভুক্তভোগীরা অল্প সময়ে ন্যায়বিচার পাচ্ছেন।

আইনশৃঙ্খলা রক্ষায় ও অপরাধ দমনে ডিএমপি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বৈরাচার সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করে দিয়েছে : ড. আব্দুল মঈন খান
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ
১০