রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স

বাসস
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ২২:৫১

ময়মনসিংহ, ২২ আগস্ট, ২০২৫, (বাসস) : বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, রাজনৈতিক নেতাকর্মীরা নিজেদের জীবন, সংসার বিপন্ন করে রাজনীতি, দল ও জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে। অথচ গুটিকয়েক বিপথগামী লোকের কারণে রাজনৈতিক নেতাকর্মীদের দুর্নাম হয়।

তিনি বলেন, আওয়ামীলীগ রাজনৈতিক নেতাকর্মীদের অপরাধী, লুটপাটপাটকারী, নির্যাতনকারীর তকমা লাগিয়ে গেছে। অথচ রাজনৈতিক নেতাকর্মীরা সবচেয়ে বড় সমাজ কর্মী, সমাজ সংস্কারক।

আজ শুক্রবার বিকেলে ময়মনসিংহ মহানগরের নতুন বাজারস্থ বিএনপি কার্যালয়ে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির উদ্যোগে সদ্য প্রয়াত হালুয়াঘাট পৌর বিএনপির সদস্য সচিব আবদুল আজিজ খাঁনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও শোক সভায় তিনি একথা বলেন।  

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও শোক সভায় অন্যান্যের মধ্যে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, ফুলপুর উপজেলা বিএনপির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী লুৎফুল্লাহ হেল মাজেদ বাবু, হালুয়াঘাট পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক বক্তব্য রাখেন। 

সভায় এমরান সালেহ প্রিন্স আবদুল আজিজের আত্মার মাগফেরাত কামনা করে সকলকে তার সততা, নিষ্ঠা, দলেল প্রতি প্রেম অনুসরণ করার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বৈরাচার সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করে দিয়েছে : ড. আব্দুল মঈন খান
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ
১০