জাতিসংঘ গাজায় দুর্ভিক্ষ ঘোষণার পর সীমান্তের প্রবেশদ্বার খুলে দেওয়ার দাবি হামাসের

বাসস
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ২১:১৪

ঢাকা, ২২ আগস্ট, ২০২৫ (বাসস) : জাতিসংঘ গাজার কিছু এলাকায় দুর্ভিক্ষ ঘোষণা করার পর হামাস শুক্রবার গাজায় যুদ্ধের অবসান ও সীমান্তে প্রবেশদ্বারে ইসরাইলি অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

গাজা উপত্যকা থেকে এএফপি জানায়, অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে হামাস জাতিসংঘ ও এর নিরাপত্তা পরিষদকে ‘যুদ্ধ বন্ধ ও অবরোধ প্রত্যাহারে অবিলম্বে পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানিয়েছে।

সংগঠনটি দাবি জানিয়েছে, কোনও বিধিনিষেধ ছাড়াই সীমান্তে প্রবেশদ্বার খুলে দেওয়া হোক, যাতে দ্রুত ও ধারাবাহিকভাবে খাদ্য, ওষুধ, পানি ও জ্বালানি প্রবেশ করতে পারে।

শুক্রবার জাতিসংঘের বৈশ্বিক ক্ষুধা এবং খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা-আইপিসি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দুর্ভিক্ষ শুরু হয়েছে বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

হামাস বলেছে, জাতিসংঘের এই ঘোষণা গাজার ‘মানবিক বিপর্যয়’ তুলে ধরেছে এবং ইসরাইলের বিরুদ্ধে ‘অনাহারকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহারের’ অভিযোগে ওঠে এসেছে।

বিবৃতিতে বলা হয়, আমরা হামাস আন্দোলনের পক্ষ থেকে জাতিসংঘের এই ঘোষণার গুরুত্বের ওপর জোর দিচ্ছি, যদিও এটি অনেক দেরিতে এসেছে। দীর্ঘ দিন ধরে সতর্কবার্তা ও আমাদের জনগণ পদ্ধতিগত অবরোধ ও অনাহারের যন্ত্রণা সহ্য করার পর জাতিসংঘ এই ঘোষণা দিয়েছে।

২০২৩ সালের অক্টোবর মাসে ইসলাইলের ওপর হামাসের আকস্মিক হামলায় চলমান গাজা যুদ্ধের সূচনা হয়। সরকারি তথ্যের ভিত্তিতে এএফপির হিসাব অনুযায়ী, হামাসের হামলায় ইসরাইলের ১ হাজার ২১৯ জন নিহত হয়েছেন। তাদের অধিকাংশই ছিলেন বেসামরিক নাগরিক।

অপরদিকে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলের হামলায় গাজায় অন্তত ৬২ হাজার ১৯২ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য  জাতিসংঘ নির্ভরযোগ্য বলে মনে করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ
ক্যামেরুনের অপহৃত ১০ শিশুকে উদ্ধার
১০