জাতিসংঘ গাজায় দুর্ভিক্ষ ঘোষণার পর সীমান্তের প্রবেশদ্বার খুলে দেওয়ার দাবি হামাসের

বাসস
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ২১:১৪

ঢাকা, ২২ আগস্ট, ২০২৫ (বাসস) : জাতিসংঘ গাজার কিছু এলাকায় দুর্ভিক্ষ ঘোষণা করার পর হামাস শুক্রবার গাজায় যুদ্ধের অবসান ও সীমান্তে প্রবেশদ্বারে ইসরাইলি অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

গাজা উপত্যকা থেকে এএফপি জানায়, অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে হামাস জাতিসংঘ ও এর নিরাপত্তা পরিষদকে ‘যুদ্ধ বন্ধ ও অবরোধ প্রত্যাহারে অবিলম্বে পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানিয়েছে।

সংগঠনটি দাবি জানিয়েছে, কোনও বিধিনিষেধ ছাড়াই সীমান্তে প্রবেশদ্বার খুলে দেওয়া হোক, যাতে দ্রুত ও ধারাবাহিকভাবে খাদ্য, ওষুধ, পানি ও জ্বালানি প্রবেশ করতে পারে।

শুক্রবার জাতিসংঘের বৈশ্বিক ক্ষুধা এবং খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা-আইপিসি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দুর্ভিক্ষ শুরু হয়েছে বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

হামাস বলেছে, জাতিসংঘের এই ঘোষণা গাজার ‘মানবিক বিপর্যয়’ তুলে ধরেছে এবং ইসরাইলের বিরুদ্ধে ‘অনাহারকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহারের’ অভিযোগে ওঠে এসেছে।

বিবৃতিতে বলা হয়, আমরা হামাস আন্দোলনের পক্ষ থেকে জাতিসংঘের এই ঘোষণার গুরুত্বের ওপর জোর দিচ্ছি, যদিও এটি অনেক দেরিতে এসেছে। দীর্ঘ দিন ধরে সতর্কবার্তা ও আমাদের জনগণ পদ্ধতিগত অবরোধ ও অনাহারের যন্ত্রণা সহ্য করার পর জাতিসংঘ এই ঘোষণা দিয়েছে।

২০২৩ সালের অক্টোবর মাসে ইসলাইলের ওপর হামাসের আকস্মিক হামলায় চলমান গাজা যুদ্ধের সূচনা হয়। সরকারি তথ্যের ভিত্তিতে এএফপির হিসাব অনুযায়ী, হামাসের হামলায় ইসরাইলের ১ হাজার ২১৯ জন নিহত হয়েছেন। তাদের অধিকাংশই ছিলেন বেসামরিক নাগরিক।

অপরদিকে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলের হামলায় গাজায় অন্তত ৬২ হাজার ১৯২ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য  জাতিসংঘ নির্ভরযোগ্য বলে মনে করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০