ঢাকা, ২২ আগস্ট, ২০২৫ (বাসস) : ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে অতর্কিত হামলায় অন্তত পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছে। আজ শুক্রবার দেশটির গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।
তেহরান থেকে এএফপি জানায়, স্থানীয় পুলিশের বরাতে বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, সিস্তান-বেলুচিস্তান প্রদেশের ইরানশাহর নগরের কাছে টহলরত দুটি ইউনিট অজ্ঞাত ব্যক্তিদের হামলার শিকার হয়।
পুলিশের বরাতে ফার্স জানায়, অতর্কিত এই সন্ত্রাসী হামলায় নিরাপত্তা ও শান্তি রক্ষাকারী পাঁচ সদস্য প্রাণ হারিয়েছে।
পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই পুলিশ, মাদক পাচারকারী এবং বিচ্ছিন্নতাবাদীসহ সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের অন্যতম স্থানে পরিণত হয়েছে।
শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের এই প্রদেশটিতে সুন্নি মুসলিম বেলুচ সংখ্যালঘুদের আবাসস্থল। ইরানের সবচেয়ে দরিদ্র অঞ্চলগুলোর মধ্যেও সিস্তান-বেলুচিস্তান একটি।
পুলিশ জানিয়েছে, তাদের সদস্যরা নিয়মিত টহল দিচ্ছিল, এসময় তাদের ওপর গুলি চালানো হয়। ইরানি গণমাধ্যমে হামলার কবলে পড়া একটি পুলিশ পিকআপের ছবি প্রকাশ করা হয়েছে, সেখানে পাশেই মাটিতে লাশ পড়ে থাকতে দেখা গেছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।