মানবতা বিরোধী অপরাধ : রমনা সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

বাসস
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ২০:৩৫

ঢাকা, ২২ আগস্ট, ২০২৫ (বাসস): বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নির্মূলে মানবতা বিরোধী অপরাধ মামলায় গ্রেফতার রমনা ট্রাফিক বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন) শচীন মৌলিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

খাগড়াছড়ি থেকে গ্রেফতার শচীন মৌলিককে আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তকারী কর্মকর্তা মুহাম্মদ আলমগীর সরকার তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.সেফাতুল্লাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) খাগড়াছড়ির মহালছড়ি থেকে ডিবি পুলিশের সদস্যরা শচীন মৌলিককে আটক করে। তিনি খাগড়াছড়ির মহালছড়ি-৬ এপিবিএনে অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে সংযুক্ত ছিলেন।

আবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন,২০২৪ সালের ৪ আগস্ট তেজগাঁও থানাধীন ফার্মগেটে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে বাবুল টাওয়ারের সামনে এবং ফার্মগেট আনন্দ সিনেমা হলের পূর্ব পাশে ফুটওভার ব্রিজের নিচে পাকা রাস্তার উপর ও কারওয়ান পর্যন্ত এবং আশপাশ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিরীহ ছাত্র জনতার উপর শচীন মৌলিক মরণাস্ত্র ব্যবহার করে মানবতাবিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত মর্মে প্রাথমিকভাবে তথ্য প্রমাণ পাওয়া যায়। যা ধারায় মানবতা বিরোধী অপরাধ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বৈরাচার সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করে দিয়েছে : ড. আব্দুল মঈন খান
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ
১০