চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ত্রাস শফি অস্ত্রসহ গ্রেফতার

বাসস
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১৯:০৯
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিপুল অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ ত্রাস সন্ত্রাসী শফিউল আলম শফি’কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। ছবি: বাসস

চট্টগ্রাম, ২২ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকার ত্রাস সন্ত্রাসী শফিউল আলম শফি’কে (৩৬) যৌথ বাহিনী গ্রেফতার করেছে। এসময় বিপুল অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। 

এলাকার শীর্ষ সন্ত্রাসী ইসমাঈল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে এলাকায় পরিচিত সন্ত্রাসী শফি’র বিরুদ্ধে এলাকায় নানা ধরনের সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগসহ আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি আছে। সে পশ্চিম সরফভাটা পাট্ট্যালিকুল গ্রামের নাজের প্রকাশ কালাবালির পুত্র। সন্ত্রাসী শফিকে গ্রেফতারের খবরে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরেছে। 

শুক্রবার (২২ আগস্ট) ভোরে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেছে বলে জানান দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম। 

তিনি বলেন, গোপন সংবাদে যৌথবাহিনী শফির বাড়িতে অভিযান চালায়। অভিযানে দু’টি একনলা বন্দুক, ১৫টি তাজা কার্তুজ, ১৬টি খোসা, ১২টি ব্যবহৃত বুলেট হেড, কার্তুজের বেল্ট, দেশীয় তৈরি পটকা, ধারালো অস্ত্র (কিরিচ, ছুরি, ধামা, দা) এবং ভাঙা মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফি স্বীকার করেছে, সড়কে নাশকতা ও ত্রাস সৃষ্টি করার জন্য এসব অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য মজুদ রেখেছিল। শফির বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে এবং আরো দু’টি পূর্বের মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি আছে বলে ওসি জানান।  
   
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সন্ত্রাসী ইসমাইল বাহিনী রাঙ্গুনিয়ায় চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও খুনসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত। ২০০২ সালে ভোলাসহ দু’জন বিএনপি কর্মীকে প্রকাশ্য গুলি করে হত্যা করে এই বাহিনী। ২০০৪  সালে র‌্যাবের হাতে অস্ত্রসহ ধরা পড়ে সন্ত্রাসী ইসমাইল, সেকেন্ড ইন কমান্ড শফিসহ বাহিনীর চারজন সন্ত্রাসী। ২০০৬ সালে জামিনে বের হয়ে বিদেশে চলে যান। গত বছরের ৫ আগস্টের পট পরিবর্তনের পর দেশে এসে কর্ণফুলী নদী থেকে অবৈধ বালি উত্তোলনকে কেন্দ্র করে আবারো চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যহীন সমাজ গঠনে মানবতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : মানবাধিকার কনভেনশনে বক্তারা
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
১০