চাঁদপুরে মেঘনার ভাঙ্গন আতঙ্কে উপকূলীয় বাসিন্দারা

বাসস
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১৯:৪৮
শুক্রবার চাঁদপুর সদরের আনন্দবাজার মেঘনা উপকূলীয় বিভিন্ন ভাঙ্গন প্রবণ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক। ছবি: বাসস

চাঁদপুর, ২২ আগস্ট, ২০২৫ (বাসস) : চলতি বর্ষায় পানি বৃদ্ধি এবং তীব্র ঢেউয়ের কারণে চাঁদপুর সদরের মেঘনা উপকূলীয় এলাকায় ভাঙ্গন আতঙ্ক দেখা দিয়েছে। সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের আনন্দ বাজার জেলে পল্লী এলাকার কিছু ফসলি জমি, বসত ভিটাসহ বিভিন্ন স্থাপনা এখন ভাঙ্গন ঝুঁকিতে রয়েছে।

আজ শুক্রবার দুপুরে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসনী উদ্দিন সদরের আনন্দবাজার জেলে পল্লীসহ মেঘনা উপকূলীয় বিভিন্ন ভাঙ্গন প্রবণ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। 

জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং সমস্যার কথা শুনেন। নদী ভাঙ্গনের ভয়াবহতায় প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত মানুষগুলো তার আশ্বাসে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন। তারা দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানান।

স্থানীয় বাসিন্দা জসীম মেহেদী বলেন, বর্ষা মৌসুম এলেই নদী পাড়ের মানুষদের ভাঙ্গন আতঙ্কে রাত কাটাতে হয়। বহু পরিবার বসতবাড়ি হারিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। ক্ষতিগ্রস্তদের দাবি, স্থায়ী সমাধান ছাড়া নদী ভাঙ্গন ঠেকানো সম্ভব নয়। আমাদের প্রত্যাশা এখানে সহসাই স্থায়ী বাঁধ নির্মাণ হবে।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, ভাঙ্গন প্রতিরোধে অস্থায়ী নয়, স্থায়ী সমাধানের জন্য কার্যকর প্রকল্প গ্রহণ করা হবে। সরকার এ বিষয়ে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায় যে কোনো ব্যবস্থা নেয়া হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী জহিরল হক, চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনিসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যহীন সমাজ গঠনে মানবতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : মানবাধিকার কনভেনশনে বক্তারা
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
১০