বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা পঞ্চম সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার

বাসস
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১৯:৩৯

ঢাকা, ২২ আগস্ট, ২০২৫ (বাসস) : বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা পঞ্চমবারের মত ওয়ানডে সিরিজ জিতলো দক্ষিণ আফ্রিকা। 

আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৮৪ রানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ৯৮ রানে হারিয়েছিল অসিদের। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে এক ম্যাচ বাকী থাকতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে প্রোটিয়ারা। এর আগে ২০১৬, ২০১৮, ২০২০ ও ২০২৩ সালের অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকা।  

আজ ম্যাককেতে  টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২৩ রানে ২ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তৃতীয় উইকেটে ৬৭ রানের জুটিতে দলের শুরুর চাপ দূর করেন টনি ডি জর্জি ও ম্যাথু ব্রিটস্কি। জর্জি ৩৮ রানে ফেরার পর চতুর্থ উইকেটে ট্রিস্টান স্টাবসকে নিয়ে ৮৯ রানের জুটিতে দলকে ভাল অবস্থায় নেন ব্রিটস্কি।

সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৮৮ রানে আউট হওয়ার আগে ৭৮ বলের ইনিংসে ৮টি চার ও ২টি ছক্কা মারেন ব্রিটস্কি। এই ইনিংস খেলার পথে বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে প্রথম চার ইনিংসেই হাফ-সেঞ্চুরির করার বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। 

৩ চার ও ১ ছক্কায় ৭৪ রানে থামেন স্টাবস। শেষ দিকে ওয়াইন মুল্ডারের ২৬ ও কেশব মহারাজের অপরাজিত ২২ রানে লড়াকু সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। ৪৯ দশমিক ১ ওভারে ২৭৭ রান করে প্রোটিয়ারা। অস্ট্রেলিয়ার এডাম জাম্পা ৩টি উইকেট নেন। 

জবাবে পেসার লুঙ্গি এনগিডির বোলিং তোপে ৩৭ দশমিক ৪ ওভারে ১৯৩ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। চতুর্থ উইকেটে দলের হয়ে একমাত্র হাফ-সেঞ্চুরির জুটি গড়েন জশ ইংলিশ ও ক্যামেরন গ্রিন। ৩৫ রানে গ্রিন থামলেও ৭৪ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় ৮৭ রান করেন ইংলিশ। 

গ্রিন ও ইংলিশ ছাড়া অস্ট্রেলিয়ার আর কোন ব্যাটারই ২০এর ঘরে পা রাখতে পারেননি। 

৪২ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন দক্ষিণ আফ্রিকার এনগিডি। ৬৯ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এই নিয়ে দ্বিতীয়বার ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি।

আগামী ২৪ আগস্ট সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামবে দু’দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
বাংলাদেশকে ১৯১ রানের টার্গেট দিল আফগানিস্তান
তখন তো জানতাম না আমাকের বর্ডার ক্রস করানো হচ্ছে : সালাহউদ্দিন আহমদ 
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার : নৌ-পরিবহন উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ২,৫৮৬ মামলা 
সরকার সকল ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল : পার্বত্য উপদেষ্টা 
১০