ঢাকা, ২২ আগস্ট, ২০২৫ (বাসস) : ‘তারুণ্যের উৎসব’ উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপের আজ ব্রহ্মপুত্র জোনের খেলা টাঙ্গাইলে শুরু হয়েছে।
শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধনী দিনে পুরুষ ও নারী বিভাগে জয় পেয়েছে স্বাগতিক টাঙ্গাইল জেলা।
দুই গ্রুপে ভাগ হয়ে পুরুষ বিভাগে ৭টি এবং নারী বিভাগে ৬টি দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
উদ্বোধনী দিনে পুরুষ বিভাগে টাঙ্গাইল ৪৪-১২ পয়েন্টে হারিয়েছে মানিকগঞ্জকে।
অন্যদিকে, নারী বিভাগে টাঙ্গাইল ৫৪-৮ পয়েন্টের বড় ব্যবধানে হারায় গাজীপুরকে।
আগামী ২৪ আগস্ট পুরুষ ও নারী বিভাগের ফাইনাল ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শেষ হবে।
এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আব্দুল হক। এছাড়া, আরও উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসেন এবং সদস্য মাসুদুর রহমান চুন্নু।
এবারের জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ সারা দেশকে আটটি জোনে ভাগ করে অনুষ্ঠিত হচ্ছে। জোনাল পর্যায়ে খেলা শেষে প্রতিটি জোনের বিজয়ী দলগুলোকে নিয়ে আন্তঃজেলা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এরপর সার্ভিসেস দলের সাথে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেবে সেমিফাইনাল খেলা চারটি দল।