ইউক্রেনে বাসে রাশিয়ার ড্রোন হামলায় ৯ জন নিহত

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৪:০৮

ঢাকা, ১৭ মে, ২০২৫ (বাসস): উত্তর ইউক্রেনের সুমি অঞ্চলে শনিবার বেসামরিক নাগরিক বহনকারী একটি মিনিবাসে রাশিয়ার ড্রোন হামলায় নয়জন নিহত হয়েছেন বলে স্থানীয় সামরিক প্রশাসন জানিয়েছে। প্রশাসন এক টেলিগ্রাম বার্তায় জানায়, দুর্ভাগ্যজনকভাবে বেসামরিক যাত্রীবাহী একটি বাসে রুশদের হামলায় এই হতাহত হয়েছে।

পরে তারা জানায়, মৃতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়িয়েছে এবং বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যাওয়া একটি নীল মিনিবাসের ছবিও প্রকাশ করা হয়েছে। এই হামলায় চারজন আহত হয়েছেন বলেও প্রশাসন জানায়। তবে প্রথমদিকে নিহতের সংখ্যা ছিল আটজন বলে জানানো হয়েছিল। 

কিয়েভ থেকে এএফপি জানিয়েছে যে সুমি অভিমুখে যাওয়ার পথে বিলোপিলিয়া শহরের কাছে এই মিনিবাসে হামলা চালানো হয়। সামরিক প্রশাসনের মতে, বাসটি রুশ বাহিনীর নির্দিষ্ট লক্ষ্যবস্তু ছিল।

এই হামলা ঘটে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রায় তিন বছরের মধ্যে প্রথম সরাসরি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কয়েক ঘণ্টা পর। এই আলোচনার স্থান ছিল তুরস্কের ইস্তাম্বুল।

আলোচনায় বৃহৎ বন্দি বিনিময়ে দুই পক্ষ সম্মত হলেও যুদ্ধবিরতি নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। তারা জানায়, ভবিষ্যতে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চালিয়ে যাবে।

কিয়েভ জানিয়েছে, তারা একটি ‘নিঃশর্ত যুদ্ধবিরতি’ চায়, যাতে যুদ্ধের ধ্বংসযজ্ঞ থেকে কিছুটা স্বস্তি পাওয়া যায়। এই সংঘাতে ইউক্রেনের বিশাল অংশ ধ্বংস হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

কিন্তু মস্কো এখন পর্যন্ত সেই আহ্বান প্রত্যাখ্যান করে যাচ্ছে। একমাত্র দৃশ্যমান অগ্রগতি হিসেবে ১,০০০ বন্দি বিনিময়ের চুক্তি হয়েছে।

ইউক্রেনের প্রধান আলোচক এবং প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ বলেন, ‘পরবর্তী ধাপ হবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সরাসরি বৈঠক।’

এদিকে মস্কো এবং ওয়াশিংটন উভয়েই পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বন্দ্ব নিরসনে একটি উচ্চপর্যায়ের বৈঠকের প্রয়োজনীয়তার কথা বলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরব সম্মেলনে স্পেনের আহ্বান: গাজায় ‘গণহত্যা বন্ধে’ ইসরাইলের ওপর চাপ বাড়াতে হবে
২০২৫-২৬ অর্থবছরের ২ লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপি বিবেচনায় এনইসি বৈঠক আগামীকাল 
চুয়াডাঙ্গায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক
রাত ১২টা পর্যন্ত এনআইডি সেবা কার্যক্রমে ধীরগতি থাকবে
চাঁদপুরে তিন দিনব্যাপী ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’ শুরু
কর্ণফুলীতে মধ্যরাতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক তিন
‘নাগরিক সেবা বাংলাদেশ’ এর জন্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ শুরু
ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ ‘এ’
বেরোবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের পুনঃভর্তি পরীক্ষা অনুষ্ঠিত 
ঢাবি প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
১০