ঢাকা, ১২ মে, ২০২৫ (বাসস) : সুপারহিরোদের নিয়ে তৈরি সিনেমা একঘেয়ে মনে হতে শুরু করেছে ইদানিংকালে।
তাই কেউ কেউ এমনটাও ভাবছিলেন, মার্ভেলের ম্যাজিকও হয়তো শেষ। কিন্তু ‘থান্ডারবল্টস’ দেখিয়ে দিল, তারা এখনো চমকে দিতে পারে দর্শকদের।
দ্বিতীয় সপ্তাহেও সিনেমাটি উত্তর আমেরিকার বক্স অফিসের অফিসে শীর্ষস্থান ধরে রেখেছে। রোববার এ তথ্য জানিয়েছেন ইন্ডাস্ট্রি বিশ্লেষক এক্সিবিটর রিলেশনস।
ফ্লোরেন্স পিউ, সেবাস্টিয়ান স্ট্যান ও জুলিয়া লুইস-ড্রেইফাস অভিনীত সিনেমাটি দ্বিতীয় সপ্তাহ শেষে আয় করেছে আরো ৩৩ মিলিয়ন ডলার। প্রথম সপ্তাহের তুলনায় ৫৫ শতাংশ আয় কমলেও, “সাম্প্রতিক মার্ভেল সিনেমাগুলোর তুলনায় ভালো করছে” বলে জানিয়েছে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি।
পুরনো ও পরিচিত অ্যাভেঞ্জার্স দল না থাকলেও, নতুন চরিত্র আর নতুন গল্প নিয়েই মার্ভেল শুরু করেছে এক নতুন অধ্যায়। যারা ভবিষ্যতে মার্ভেল দুনিয়াকে আরও এগিয়ে নিয়ে যাবে।
থান্ডারবল্টস একটি ‘র্যাগট্যাগ’ (বিচিত্র) অ্যান্টিহিরো দল, যাদের অতীত জটিল ও মনোভাব দ্বিধান্বিত। কিন্তু একসঙ্গে তারা হয়ে ওঠে ভয়ংকর শক্তিশালী। দলটিকে নিয়ে আগে থেকেই মার্ভেল ভক্তদের মধ্যে আগ্রহ ছিল। তবে, এবার সিনেমার নামের শেষে থাকা তারকা চিহ্নটি ইঙ্গিত দিচ্ছে বড় কোনো রহস্যের। এই দলই হয়তো আগামী দিনের ‘নিউ অ্যাভেঞ্জার্স’ হয়ে উঠবে। এ দলটিকে আবার দেখা যাবে আগামী বছর মুক্তি পেতে যাওয়া “অ্যাভেঞ্জার্স: ডুমসডে” ছবিতে।
এদিকে, ওয়ার্নার ব্রাদার্স-এর পিরিয়ড ভ্যাম্পায়ার থ্রিলার “সিনারস” দ্বিতীয় স্থান ধরে রেখেছে। দ্বিতীয় সপ্তাহান্তে আয় করেছে ২১ দশমিক ১ মিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ১৮০ মিলিয়ন ডলারে।
রায়ান কুগলারের পরিচালনায় এটি প্রথম মৌলিক ছবি। যেখানে অভিনয় করেছেন মাইকেল বি. জর্ডান। ছবিটি সমালোচকদের ভূয়সী প্রশংসা পাচ্ছে।
তৃতীয় স্থানে জায়গা ধরে রেখেছে “আ মাইনক্রাফট মুভি”। এ সপ্তাহে আরও ৮ মিলিয়ন ডলার আয় করেছে। যুক্তরাষ্ট্রে ছবিটির মোট আয় ছাড়িয়েছে ৪০০ মিলিয়ন ডলার।
জ্যাক ব্ল্যাক ও জেসন মোমোয়া অভিনীত লাইভ অ্যাকশন ও ভিডিও গেমভিত্তিক ছবিটির বিশ্বজুড়ে আয় ইতোমধ্যেই ৯০০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে।
চতুর্থ স্থানেও রয়েছে “দ্য অ্যাকাউন্ট্যান্ট ২”, আয় করেছে ৬.১ মিলিয়ন ডলার।
এতে এক নিউরোডাইভার্জেন্ট গণিত প্রতিভার চরিত্রে অভিনয় করেছেন বেন অ্যাফ্লেক। যার রয়েছে অপরাধ জগতে সংযোগ। সহ-অভিনেতা জন বার্নথাল ছবিতে তার ঘাতক ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন।
এই সপ্তাহের নতুন মুক্তিপ্রাপ্ত ছবি “ক্লাউন ইন আ কর্নফিল্ড” রয়েছে পঞ্চম স্থানে। আয় করেছে ৩.৭ মিলিয়ন ডলার।