শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো সাধু মেলা ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’

বাসস
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ২০:২৭
শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো সাধু মেলা ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’। ছবি: শিল্পকলা একাডেমি

ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস): মানবিকতা ও ঐক্যের শাশ্বত বার্তা সমাজের প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় একাডেমির নন্দন মঞ্চে অনুষ্ঠিত হয়েছে সাধু মেলা ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান।

সাধু মেলায় শুরুতে সমবেত কণ্ঠে লালনের ‘ভক্তিমূলক গান’ পরিবেশিত হয়। এরপর লালন সঙ্গীত পরিবেশন করেন ফকির শামসুল শাই, জনপ্রিয় লালন সঙ্গীত ‘তিন পাগল হল মেলা’ পরিবেশন করেন মেহেরুন নেসা পূর্ণিমা। তারপর পরিবেশনা উপস্থাপন করেন শেখ জামাল উদ্দিন টুন টুন, শ্রী কৃষ্ণ গোপাল পরিবেশন করেন ‘লীলার যার নাইরে সীমা’ এবং ‘দেখো দেখো মনো রায় হয়েছে’ গান পরিবেশন করেন দিপা মন্ডল। ওমর আলী পরিবেশন করেন ‘আচলা ঝোলা তিলক মালা’ এবং আব্দুল লতিফ শাহ তার পরিবেশনা উপস্থাপন করেন। লালন সঙ্গীত পরিবেশন করেন মো. মিরাজ সিকদার ‘আমি ওই চরণে দাসের যোগ্য নই’, আকলিমা ফকিরানী এবং লাভলী শেখ ‘রসো প্রেমে ঘাট ভাঁড়িয়ে তরী বেওনা’। 

পরিবেশনা নিয়ে মঞ্চে আসেন মো. সমির হোসেন, ফারজানা আফরিন ইভা পরিবেশন করেন ‘আমায় রাখিলেন সেই কূপ জল করে’ এবং লালনের গান ‘মন তোর এমন জনম আর কি হবে রে’ পরিবেশন করেন মো. মুক্তার হোসেন। এরপর লালন সংগীত পরিবেশন করেন মোসা. লিনা খাতুন ‘কোথায় সে অটল রূপে বারাম দেয়’, মনিরুল ইসলাম এবং আবু শাহীন খান ‘চিরদিন পুষলাম এক অচিন পাখি’। সবশেষে সমবেত কণ্ঠে পরিবেশিত হয় লালনের জনপ্রিয় ‘মিলন গান’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের ভবিষ্যৎ এ দেশের মানুষকেই ঠিক করতে হবে : মির্জা ফখরুল 
তুরস্কে বিক্ষোভ নিয়ে ছাত্র ও সাংবাদিক ২০০ জনের বিচার শুরু
নীলফামারীতে ১২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
তিতাস ও বাখরাবাদ গ্যাস ক্ষেত্রে দু’টি গভীর অনুসন্ধান কূপ খননের উদ্যোগ
ইতালির নাগরিকত্ব পাচ্ছেন জনপ্রিয় মার্কিন লেখক ফ্রান্সেস মায়েস
কিশোরগঞ্জে বিশুদ্ধ খাদ্য আদালতের চারলাখ টাকা জরিমানা
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ‘বিশ্ব হিমোফিলিয়া’ দিবস পালিত
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ
রাজশাহীতে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা : মামলার দুই আসামী আটক
১০