শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো সাধু মেলা ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’

বাসস
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ২০:২৭
শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো সাধু মেলা ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’। ছবি: শিল্পকলা একাডেমি

ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস): মানবিকতা ও ঐক্যের শাশ্বত বার্তা সমাজের প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় একাডেমির নন্দন মঞ্চে অনুষ্ঠিত হয়েছে সাধু মেলা ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান।

সাধু মেলায় শুরুতে সমবেত কণ্ঠে লালনের ‘ভক্তিমূলক গান’ পরিবেশিত হয়। এরপর লালন সঙ্গীত পরিবেশন করেন ফকির শামসুল শাই, জনপ্রিয় লালন সঙ্গীত ‘তিন পাগল হল মেলা’ পরিবেশন করেন মেহেরুন নেসা পূর্ণিমা। তারপর পরিবেশনা উপস্থাপন করেন শেখ জামাল উদ্দিন টুন টুন, শ্রী কৃষ্ণ গোপাল পরিবেশন করেন ‘লীলার যার নাইরে সীমা’ এবং ‘দেখো দেখো মনো রায় হয়েছে’ গান পরিবেশন করেন দিপা মন্ডল। ওমর আলী পরিবেশন করেন ‘আচলা ঝোলা তিলক মালা’ এবং আব্দুল লতিফ শাহ তার পরিবেশনা উপস্থাপন করেন। লালন সঙ্গীত পরিবেশন করেন মো. মিরাজ সিকদার ‘আমি ওই চরণে দাসের যোগ্য নই’, আকলিমা ফকিরানী এবং লাভলী শেখ ‘রসো প্রেমে ঘাট ভাঁড়িয়ে তরী বেওনা’। 

পরিবেশনা নিয়ে মঞ্চে আসেন মো. সমির হোসেন, ফারজানা আফরিন ইভা পরিবেশন করেন ‘আমায় রাখিলেন সেই কূপ জল করে’ এবং লালনের গান ‘মন তোর এমন জনম আর কি হবে রে’ পরিবেশন করেন মো. মুক্তার হোসেন। এরপর লালন সংগীত পরিবেশন করেন মোসা. লিনা খাতুন ‘কোথায় সে অটল রূপে বারাম দেয়’, মনিরুল ইসলাম এবং আবু শাহীন খান ‘চিরদিন পুষলাম এক অচিন পাখি’। সবশেষে সমবেত কণ্ঠে পরিবেশিত হয় লালনের জনপ্রিয় ‘মিলন গান’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
বিদ্যুৎ ও জ্বালানি খাতকে এগিয়ে নিতে প্রযুক্তি উদ্ভাবনের বিকল্প নেই : বিইপিআরসি চেয়ারম্যান
বাংলাদেশ ও জাপানের কৃষি বিষয়ক যৌথ কার্যকরী গ্রুপের ২য় সভা অনুষ্ঠিত
৩৩২ কোটি টাকায় ‘রোজ গার্ডেন’ কিনে রাষ্ট্রের ক্ষতি, অনুসন্ধানে দুদক
অবৈধভাবে আমদানি ও চোরাচালানকৃত এবং ক্লোন ফোন বন্ধ করা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
প্রবাসীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের নিবন্ধনে ইসির পরিপত্র
ঢাবি ছাত্রদলের আয়োজনে টিএসসিতে নবান্ন উৎসব বৃহস্পতিবার
বিদেশি বিনিয়োগকারীদের অর্থ ফেরত পাঠানো সহজ করতে জাতীয় কমিটির সংস্কার চূড়ান্ত 
কুইক রেসপন্স টিমের মাধ্যমে নারী ও শিশুদের পাশে থাকতে চাই: শারমীন এস মুরশিদ
নয়াদিল্লিতে ড. খলিলুর রহমানের সঙ্গে অজিত দোভালের বৈঠক অনুষ্ঠিত
১০