শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হয়েছে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা

বাসস
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৯:৪২
শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হয়েছে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা। ছবি: শিল্পকলা একাডেমি

ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫ (বাসস): বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় আজ থেকে শুরু হয়েছে ৩টি ভিন্ন ভিন্ন বিষয় ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা। 

আজ রোববার সকাল ১০টায় এ সকল কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ এফ এম নুরুর রহমান।

এদিকে শিল্পকলা একাডেমির আয়োজনে এবং প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় ‘শুদ্ধ বাণী ও সুরে নজরুল সংগীত প্রশিক্ষণ কর্মশালা’ আজ শরু হয়েছে। আগামী ২৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জাতীয় নাট্যশালার ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভ কক্ষে এ কর্মশালা চলবে।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন খায়রুল আনাম শাকিল ও ফেরদৌস আরা। কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।

এদিকে পট নৃত্য কর্মশালা আজ রোববার থেকে শুরু হয়েছে, চলবে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত। সাত দিনব্যাপী জাতীয় চিত্রশালার ভাস্কর্য গ্যালারির পিছনে অংশে এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মশালা চলবে। কর্মশালায় মুখ্য প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন নিখিল চন্দ্র দাস। কর্মশালায় বিভিন্ন নৃত্যদলের ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।

শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় ‘লাঠি খেলায় নাট্যভাষা’ শীর্ষক ৭ দিনব্যাপী নাট্যকর্মশালা আজ শুরু হয়েছে, চলবে আগামী ২৬ এপ্রিল  পর্যন্ত।  প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় চিত্রশালার গ্যালারীতে চলবে। এই কর্মশালা ৩টি ধাপে অনুষ্ঠিত হবে। ১ম ধাপে কর্মশালা, ২য় ধাপে প্রযোজনা নির্মাণ এবং ৩য় ধাপে ৩টি জেলায় প্রদর্শনী। কর্মশালার কোর্স পরিচালক হিসেবে রয়েছেন প্রশিক্ষণ বিভাগের কোর্স কো-অডিনের্টর বেগম কামরুন নাহার এবং কোর্স সমন্বয়কারী হিসেবে রয়েছেন প্রশিক্ষণ বিভাগের সিনিয়র ইন্সট্রাকটর (নাট্যকলা) ড. আইরিন পারভীন লোপা। 

কর্মশালার প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের বিভাগীয় প্রধান ড. সাইদুর রহমান লিপন। এছাড়াও রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের অধ্যাপক আহমেদুল কবির ইয়াং। 

বাংলাদেশ লাঠি খেলা ফেডারেশানের ২ জন বিশিষ্ট ব্যক্তিত্ব প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করছেন ঢাকার বিভিন্ন নাট্যদলের নাট্যশিল্পী, মাইম শিল্পী এবং নৃত্যশিল্পীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলায় অধ্যয়নরত ২০ জন শিক্ষার্থী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
স্থানীয় নির্বাচন দ্রুত প্রয়োজন: তোফায়েল আহমেদ
রাবি প্রেসক্লাবের নেতৃত্বে মাহিন ও মিশন
রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের প্রচেষ্টা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: পিডিবি চেয়ারম্যান
এই মুহূর্তে রাজনৈতিক ঐক্য জরুরি : মির্জা ফখরুল
ফেনীর যুবলীগ নেতা চট্টগ্রামে গ্রেফতার
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র
সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না: তোফায়েল আহমেদ
১০