আল্লামা ইকবালের ৮৭তম মৃত্যুবার্ষিকী: ঢাবিতে সেমিনার

বাসস
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ২০:৫১ আপডেট: : ২০ এপ্রিল ২০২৫, ২৩:৫৫
আল্লামা ইকবাল। ছবি: সংগৃহীত

ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫ (বাসস): আগামীকাল সোমবার মহাকবি আল্লামা ইকবালের ৮৭তম মৃত্যুবার্ষিকী। ১৯৩৮ সালের ২১ এপ্রিল তিনি লাহোরে মারা যান।  

আল্লামা ইকবাল ছিলেন অবিভক্ত ভারতবর্ষের একজন মুসলিম কবি, দার্শনিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং ব্যারিস্টার। তার ফার্সি ও উর্দু কবিতাকে আধুনিক যুগের ফার্সি ও উর্দু সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। তাঁকে পাকিস্তানের আধ্যাত্মিক জনক হিসেবে স্বীকৃত। তিনি নিজের ধর্মীয় ও ইসলামী রাজনৈতিক দর্শনের জন্যও মুসলিম বিশ্বে বিশেষভাবে সমাদৃত।  আল্লামা ইকবাল পাকিস্তানের জাতীয় কবি হিসেবে সমাদৃত।

ইকবাল ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইরান ছাড়াও আন্তর্জাতিক সাহিত্যের বিশিষ্ট কবি হিসাবে প্রশংসিত। যদিও তিনি বিশিষ্ট কবি হিসেবে সর্বাধিক পরিচিত, তিনি ‘আধুনিক সময়ের মুসলিম দার্শনিক চিন্তাবিদ’ হিসেবেও অত্যন্ত প্রশংসিত। তার প্রথম কাব্যগ্রন্থ আসরার-ই-খুদী ১৯১৫ সালে পারস্য ভাষায় প্রকাশিত হয়েছিল। কবিতার গ্রন্থগুলির মধ্যে রয়েছে রুমুজ-ই-বেখুদী, পয়গাম-ই-মাশরিক এবং জুবুর-ই-আজাম। 

এ মহান কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরসি মজুমদার হলে ‘আল্লামা ইকবালের রাষ্ট্রচিন্তা’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করেছে আল্লামা ইকবাল সংসদ।

সেমিনারে অতিথি হিসেবে থাকবেন প্রফেসর ড. আনিসুজ্জামান। আলোচনায় অংশ নেবেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আব্দুল লতিফ মাসুম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক ও বাসস বোর্ডের পরিচালক আলমগীর মহিউদ্দিন, বিশিষ্ট সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার ও কবি মোশাররফ হোসেন খানসহ দেশ বরেণ্য চিন্তকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সুযোগ বাড়াতে দূতাবাসের উদ্যোগ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৯ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু ১
ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : ডা. শফিকুর রহমান
সাম্য হত্যার প্রতিবাদে ঢাবিতে মোমবাতি প্রজ্বলন
খুলনায় জলবায়ু নীতিতে উপকূলীয় ঐতিহ্য সংরক্ষণের দাবি
ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক ভূমিকায় গুরুত্বারোপ
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে আইবিএফবি’র গোলটেবিল বৈঠক
টর্নেডোতে যুক্তরাষ্ট্রের দুই রাজ্যে ২০ জনেরও বেশি প্রাণহানি
ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের লক্ষ্য ছিল অর্থনৈতিক লাভ : বিশ্লেষকদের অভিমত
গাজা পুনর্গঠনে অর্থায়নের আহ্বান আরব নেতাদের
১০