বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

বাসস
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ২২:০০
শিল্পকলা একাডেমির বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা। ফাইল ছবি

ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় ৩টি ভিন্ন ভিন্ন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।

কর্মশালার অংশ হিসেবে আজ জাতীয় চিত্রশালা ভবনের ২ নম্বর গ্যালারিতে ‘লাঠি খেলায় নাট্যভাষা’ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ এফ এম নুরুর রহমান।

সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কর্মশালার সমন্বয়কারী প্রশিক্ষণ বিভাগের সিনিয়র ইন্সট্রাকটর (নাট্যকলা) ড. আইরিন পারভীন লোপা, কর্মশালার প্রশিক্ষক রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের বিভাগীয় প্রধান ড. সাইদুর রহমান লিপন, মো. আলাউদ্দিন আলাল, সাব্বির হাসান চৌধুরী, শাহিনা সুলতানা বিজু এবং সহকারী প্রশিক্ষক আওলাদ হোসেন। 

গত ২০ এপ্রিল থেকে শুরু হয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি ৩টি ধাপে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপে কর্মশালা, দ্বিতীয় ধাপে প্রযোজনা নির্মাণ এবং তৃতীয় ধাপে ৩টি জেলায় প্রদর্শনী। কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন ঢাকার বিভিন্ন নাট্যদলের নাট্যশিল্পী, মাইম শিল্পী এবং নৃত্যশিল্পীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলায় অধ্যয়নরত ২০ জন শিক্ষার্থী।

এদিকে, একাডেমির আয়োজনে এবং প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় আজ জাতীয় চিত্রশালা মিলনায়তনে পট নৃত্য কর্মশালার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির  প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ এফ এম নুরুর রহমান। সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল, কর্মশালার প্রশিক্ষক নিখিল চন্দ্র দাস, সহকারী  প্রশিক্ষক দূর্গা রাণী ভৌমিক ও লক্ষ্মী রাণী বিশ্বাস। ২০ এপ্রিল থেকে শুরু হওয়া এই কর্মশালা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বিভিন্ন নৃত্যদলের ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
বিদ্যুৎ ও জ্বালানি খাতকে এগিয়ে নিতে প্রযুক্তি উদ্ভাবনের বিকল্প নেই : বিইপিআরসি চেয়ারম্যান
বাংলাদেশ ও জাপানের কৃষি বিষয়ক যৌথ কার্যকরী গ্রুপের ২য় সভা অনুষ্ঠিত
৩৩২ কোটি টাকায় ‘রোজ গার্ডেন’ কিনে রাষ্ট্রের ক্ষতি, অনুসন্ধানে দুদক
অবৈধভাবে আমদানি ও চোরাচালানকৃত এবং ক্লোন ফোন বন্ধ করা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
প্রবাসীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের নিবন্ধনে ইসির পরিপত্র
ঢাবি ছাত্রদলের আয়োজনে টিএসসিতে নবান্ন উৎসব বৃহস্পতিবার
বিদেশি বিনিয়োগকারীদের অর্থ ফেরত পাঠানো সহজ করতে জাতীয় কমিটির সংস্কার চূড়ান্ত 
কুইক রেসপন্স টিমের মাধ্যমে নারী ও শিশুদের পাশে থাকতে চাই: শারমীন এস মুরশিদ
নয়াদিল্লিতে ড. খলিলুর রহমানের সঙ্গে অজিত দোভালের বৈঠক অনুষ্ঠিত
১০