লেডি গাগার কনসার্টে বোমা হামলার চক্রান্ত ভেস্তে দিল ব্রাজিলীয় পুলিশ

বাসস
প্রকাশ: ০৫ মে ২০২৫, ২১:০১

ঢাকা, ৫ মে, ২০২৫ (বাসস): মার্কিন পপ তারকা লেডি গাগার রিও ডি জেনেইরোর উপকূলবর্তী কোপাকাবানা সৈকতে শনিবার রাতের বিশাল কনসার্টে বোমা হামলার পরিকল্পনা ভেস্তে দিয়েছে ব্রাজিলের পুলিশ। এ ঘটনায় 
এক প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।

ব্রাসিলিয়া থেকে এএফপি জানায়, রিওর বেসামরিক পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বিচার মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ে তারা ‘লেডি গাগার কনসার্টে সম্ভাব্য বোমা হামলা প্রতিহত করেছে।’

সৈকতে অনুষ্ঠিত গাগার প্রথম উন্মুক্ত কনসার্টটি ২০১২ সালের পর ব্রাজিলে তার প্রথম পারফরম্যান্স এবং এতে প্রায় ২০ লাখ দর্শক উপস্থিত ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রিও পুলিশের পক্ষ থেকে গাগাকে তার ভক্তদের দেয়া ডাকনাম ‘লিটল মনস্টার’-এর সঙ্গে ‘ফেইক মনস্টার’ নামের এই অভিযানের কথা জানানো হয়। অভিযানে মূল ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত এক প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও এক কিশোরকে আটক করা হয়।

তদন্তকারীরা জানান, হামলার পরিকল্পনায় জড়িতরা সামাজিক মাধ্যমে ‘চ্যালেঞ্জ’ আকারে পরিচিতি পাওয়ার লক্ষ্যে অনলাইনে অন্যদের মোলোটোভ ককটেল ও তাৎক্ষণিক বিস্ফোরক ব্যবহার করে হামলা চালাতে উদ্বুদ্ধ করছিল।

পুলিশ আরও জানায়, এই গোষ্ঠী অনলাইনে ঘৃণাত্মক বক্তব্য ছড়াচ্ছিল এবং চরমপন্থা ও আত্মবিধ্বংসী কর্মকাণ্ডকে উৎসাহ দিচ্ছিল।

রিওসহ সাও পাওলো, রিও গ্রান্ডে দো সুল ও মাতো গ্রোসো রাজ্যে অভিযান চালানো হয়।

রিওর বেসামরিক পুলিশের ফিলিপ কুরি বলেন, ‘আমরা আতঙ্ক সৃষ্টি না করে নিখুঁতভাবে অভিযান পরিচালনা করেছি... অপরাধ সংঘটনের আগেই তা প্রতিরোধ করতে পেরেছি।’

‘ভয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম’

কোপাকাবানা সৈকতে এ নিয়ে পরপর দ্বিতীয় বছরে কোনো আন্তর্জাতিক তারকার মিলিয়ন-প্লাস কনসার্ট অনুষ্ঠিত হলো। গত বছর একই স্থানে পারফর্ম করেছিলেন ম্যাডোনা।

এবার নিরাপত্তা ছিল কঠোর; মোতায়েন করা হয় প্রায় ৫ হাজার পুলিশ সদস্য, ড্রোন, নজরদারি ও মুখচেনা প্রযুক্তি সম্বলিত ক্যামেরা।

৩৯ বছর বয়সী গাগার ভক্তরা হামলার ষড়যন্ত্রের খবরে আতঙ্কিত হয়ে পড়েন।

ইনস্টাগ্রামে ৩ লাখ ৭ হাজার অনুসারী-সমৃদ্ধ ‘লেডিগাগাফ্যানসটুগেদার’ নামের অ্যাকাউন্টে একজন লেখেন, ‘সৃষ্টিকর্তার প্রশংসা। এই হামলা ২০ লাখ মানুষের ওপর প্রভাব ফেলত।’

একজন ভক্ত মন্তব্য করেন, ‘তার (গাগার) নিরাপত্তা নিয়ে এতটাই আতঙ্কিত ছিলাম যে শরীর খারাপ হয়ে যাচ্ছিল।’

রোববার গাগা এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ব্রাজিলীয় ভক্তদের উদ্দেশে লেখেন, ‘ইতিহাসে কোনো নারীর কনসার্টে এটিই ছিল সবচেয়ে বড় ভিড়। তোমাদের সংস্কৃতি প্রাণবন্ত ও অনন্য। আমি কৃতজ্ঞ, এমন একটি ঐতিহাসিক মুহূর্ত তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে।’

কনসার্টটি ছিল মে মাসে পর্যটন বাড়াতে রিও শহরের উদ্যোগে আয়োজিত মেগা-কনসার্ট সিরিজের অংশ।

পুরো সপ্তাহজুড়ে বিশ্বের নানা প্রান্ত থেকে গাগার ভক্তরা ভিড় জমিয়েছেন রিও শহরে, যা মূলত তার বার্ষিক কার্নিভাল উৎসবের জন্যও বিখ্যাত।

রিওর মেয়র এডুয়ার্দো পায়েস সম্প্রতি আভাস দিয়েছেন যে, তিনি আইরিশ রক ব্যান্ড ইউ-টু-কে শহরে নিয়ে আসার পরিকল্পনা করছেন, যদিও এখনও নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি।

গাগার কনসার্ট শুরু হয়েছিল মঞ্চের প্রায় ৬.৫ ফুট ওপরে একটি বিশাল উল্লম্ব খাঁচার ওপর বসে। লাল পোশাকে। এটি খোলার পর এ থেকে নৃত্যশিল্পীরা বের হয়ে আসেন এবং ‘ব্লাডি ম্যারি’ গানটির পরিবেশন শুরু হয়।

‘ব্রাজিল, আমি তোমাদের খুব মিস করেছি! —চিৎকার করে বলেন গাগা, যিনি তার সাম্প্রতিক অ্যালবাম 
‘মেহেম’ এর গান ছাড়াও অতীতের জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফেডের জন্য স্বাধীন পর্যালোচনা দাবি করেছেন মার্কিন অর্থমন্ত্রী
নতুন নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন থাইল্যান্ডের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী
দুর্নীতির তদন্তের আওতায় চীনের সিকিউরিটিজের সাবেক প্রধান
গাজার ত্রাণ নৌযাত্রায় যোগ দেবেন ম্যান্ডেলার নাতি
বান্দরবানে মধু পূর্ণিমা উদযাপন
ফ্যাসিবাদের কোন ষড়যন্ত্রই সফল হবে না: আদিলুর রহমান খান
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
নারী ফুটবল সম্প্রসারণে অগ্রণী ভূমিকা রাখছেন কামরুন্নাহার মুন্নি
পটুয়াখালীতে যৌথ অভিযানে মাদক ও জাল নোটসহ বৈদেশিক মুদ্রা জব্দ
দেশে গভীর চক্রান্ত চলছে: রিজভী
১০