ঢাবি ক্যাম্পাসে দু’দিনব্যাপী মালয়েশিয়ার সাংস্কৃতিক প্রদর্শনী শুরু

বাসস
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১৯:০৯
ছবি : ঢাবি

ঢাকা, ১৭ জুন, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের উদ্যোগে দু’দিনব্যাপী মালয়েশিয়ার সাংস্কৃতিক প্রদর্শনী মঙ্গলবার ইনস্টিটিউট প্রাঙ্গণে শুরু হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রদর্শনীর উদ্বোধন করেন।

ঢাকাস্থ মালয়েশিয়ার হাইকমিশন এবং মালয়েশিয়ার পেনদিদিকান সুলতান ইদ্রিস ইউনিভার্সিটির যৌথ সহযোগিতায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মালয়েশিয়ার টেলি কমিউনিকেশন কোম্পানি ইডটকো-বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশগুলোর মধ্যে মালয়েশিয়া অন্যতম। দু’দেশের মধ্যে দীর্ঘদিন যাবৎ গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। এই সাংস্কৃতিক প্রদর্শনী আয়োজনের মাধ্যমে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পেনদিদিকান সুলতান ইদ্রিস ইউনিভার্সিটিসহ মালয়েশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়া, মালয়েশিয়ার বিভিন্ন শিল্পকর্ম নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন
আসিয়ানে যোগদানের প্রচেষ্টায় অর্থনৈতিক ও কৌশলগত সম্ভাবনা তুলে ধরেছে বাংলাদেশ
সিলেটে জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
সাবেক হুইপ মাহমুদ পরিবারের সম্পদ জব্দ
করতোয়া দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু 
আমদানি অনুমতির খবরে চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম 
সাবেক এমপি আশরাফের স্ত্রী আফরোজার জমি-দোকান ক্রোকের আদেশ
শেরপুরে নিখোঁজের একদিন পর ছাত্রের মরদেহ উদ্ধার
দ্বিতীয় হার বাংলাদেশ ‘এ’ দলের
১০