নানা আয়োজনে শিল্পকলায় বিশ্ব সংগীত দিবস উদযাপন

বাসস
প্রকাশ: ২১ জুন ২০২৫, ২০:৪৫
শিল্পকলায় বিশ্ব সংগীত দিবস উদযাপন। ছবি : বাসস

ঢাকা, ২১ জুন, ২০২৫ (বাসস) : বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হলো বিশ্ব সংগীত দিবস। 

আজ দিবসটি উপলক্ষে একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় নাট্যশালায় আয়োজন করা হয় অনুষ্ঠান ‘সুরের সম্মিলন’। 

জাতীয় নাট্যশালার সম্মুখে অনুষ্ঠিত  উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন।  অনুষ্ঠানে  স্বাগত বক্তৃতা করেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান। এছাড়াও বিশিষ্ট সংগীতশিল্পীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অতিথিবৃন্দের বক্তৃতার পর নাট্যশালা প্রাঙ্গণে বেলুন উড়িয়ে বিশ্ব সংগীত  দিবসের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন। এরপর একটি শোভাযাত্রা বের করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মকর্তা-কর্মচারী এবং সংগীতশিল্পীবৃন্দ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।  

জাতীয় নাট্যশালা মিলনায়তনে মূল আয়োজনে শুরুতেই  একাডেমির যন্ত্র শিল্পীবৃন্দ ‘অর্কেস্ট্রা’ এবং কণ্ঠ শিল্পীবৃন্দ ‘কোলাজ’ সংগীত পরিবেশন করেন। আদিবাসী গান পরিবেশন করেন ব্যান্ডদল ‘চিম্বুক’ ও ‘বম শিল্পীগোষ্ঠী’। এরপর ‘জনপ্রিয় তারকা শিল্পীবৃন্দ’ পরপর কয়েকটি সমবেত সংগীত পরিবেশন করেন। সবশেষে জনপ্রিয় ব্যান্ড শিল্পীবৃন্দ ‘কোলাজ’ সংগীত পরিবেশন করেন।

উল্লেখ্য, প্রতি বছর ২১ জুন বিশ্ব সংগীত দিবস পালিত হয়। সংগীত দিবসের সূচনা হয়েছিল ফ্রান্সে। সেখানে এই উৎসবের নাম দেয়া হয় ‘ফেট ডে লা মিউজিক’। যার অর্থ ‘বিশ্ব জুড়ে সংগীতের দিন’। ১৯৮২ সালে বিশেষ এই সংগীত উৎসবের দিনটি ‘ওয়ার্ল্ড মিউজিক ডে’ হিসেবে পরিচিতি লাভ করে। সংগীতের সুরে বিশ্বব্যাপী শান্তি ও ইতিবাচক চিন্তা ও দর্শনকে ছড়িয়ে দিয়ে সবার সাথে মেলবন্ধন প্রতিষ্ঠার উদ্দেশ্যেই প্রতিবছর দিবসটি পালন করা হয়। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন
আসিয়ানে যোগদানের প্রচেষ্টায় অর্থনৈতিক ও কৌশলগত সম্ভাবনা তুলে ধরেছে বাংলাদেশ
সিলেটে জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
সাবেক হুইপ মাহমুদ পরিবারের সম্পদ জব্দ
করতোয়া দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু 
আমদানি অনুমতির খবরে চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম 
সাবেক এমপি আশরাফের স্ত্রী আফরোজার জমি-দোকান ক্রোকের আদেশ
শেরপুরে নিখোঁজের একদিন পর ছাত্রের মরদেহ উদ্ধার
দ্বিতীয় হার বাংলাদেশ ‘এ’ দলের
১০