বিটিএস ২০২৬ সালে নতুন অ্যালবাম নিয়ে ফিরছে

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৩:৫৮

ঢাকা, ২ জুলাই, ২০২৫ (বাসস) : অবশেষে ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান। কে-পপ মেগাস্টার বিটিএস ২০২৬ সালে নতুন অ্যালবাম ও বিশ্বভ্রমণ নিয়ে ফিরছে। বুধবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিল তাদের এজেন্সি হাইব।

সিউল থেকে এএফপি জানায়, প্রায় তিন বছর পর, মঙ্গলবার ব্যান্ডটির সাত সদস্য একসঙ্গে একটি লাইভে অংশ নেন। সেই লাইভ স্ট্রিম একসঙ্গে দেখেছেন ৭৩ লাখের বেশি দর্শক, যা থেকেই বোঝা যায় বিটিএসকে নিয়ে উন্মাদনা কতটা।

২০২২ সাল থেকে বিটিএস ‘স্বঘোষিত বিরতিতে’ ছিল। কারণ, এই সময় তারা বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নিয়েছে। পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনার কারণে দক্ষিণ কোরিয়ায় ৩০ বছরের কম বয়সী সব পুরুষকে সেনা দায়িত্ব পালন করতে হয়।

হাইব এক বিবৃতিতে জানিয়েছে, সেনা দায়িত্ব শেষ করে বিটিএস সদস্যরা জুলাইয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। 

সেখানে একসঙ্গে শুরু করবেন নতুন অ্যালবাম ও ট্যুরের প্রস্তুতি।

ব্যান্ড সদস্য আরএম লাইভে বলেন, ‘নতুন অ্যালবাম আনুষ্ঠানিকভাবে আগামী বসন্তে আসছে।’

তিনি আরও বলেন, ‘সেই সঙ্গে আমরা ওয়ার্ল্ডট্যুর শুরু করব। আমাদের সঙ্গে সবার আবার দেখা হবে, এই আশায় থাকুন।’

এই কামব্যাক অ্যালবামটি হবে বিটিএসের চার বছর পর প্রথম পূর্ণ অ্যালবাম। তাদের আগের অ্যালবাম ‘প্রুফ’ ছিল ২০২২ সালে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবাম। যার বিক্রি হয়েছিল প্রায় ৩৫ লাখ কপি।

কোরিয়া কালচার অ্যান্ড ট্যুরিজম ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, সামরিক সেবা দায়িত্ব শুরু করার আগে বিটিএস দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে বছরে ৫.৫ ট্রিলিয়ন ওন (৪ বিলিয়ন ডলার) থেকে বেশি অবদান রাখতো।

সরকারি হিসাব মতে, যা ছিল দক্ষিণ কোরিয়ার মোট জিডিপির প্রায় ০.২ শতাংশ।

স্পটিফাইয়ের ইতিহাসে সবচেয়ে বেশি শোনা মিউজিক ব্যান্ড হিসেবে বিটিএস রেকর্ড করেছে। পাশাপাশি তারা প্রথম কে-পপ ব্যান্ড হিসেবে যুক্তরাষ্ট্রের বিলবোর্ড ২০০ ও বিলবোর্ড আর্টিস্ট ১০০—উভয় চার্টে শীর্ষে উঠে আসে।

বিটিএসকে বাধ্যতামূলক সামরিক সেবা থেকে ছাড় দেওয়া উচিত কিনা এ বিষয়ে আগে বেশ বিতর্ক ছিল। 

অলিম্পিক পদকজয়ী বা আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত শাস্ত্রীয় শিল্পীরা মাঝে মাঝে এ ধরনের ছাড় পান। কিন্তু দক্ষিণ কোরিয়ার আইনে পপ তারকারা সে ছাড়ের যোগ্যতা রাখেন না।

বিষয়টি নিয়ে জনমত একমত না হওয়ায়, বিটিএসের সদস্যরা ২০২২ সালের শেষ দিকে নিজে থেকেই একে একে সেনাবাহিনীতে যোগ দেন।

চার বছর পর আবার ফিরছেন তারা—নতুন গান, নতুন যাত্রা আর ভক্তদের ভালোবাসা নিয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন
আসিয়ানে যোগদানের প্রচেষ্টায় অর্থনৈতিক ও কৌশলগত সম্ভাবনা তুলে ধরেছে বাংলাদেশ
সিলেটে জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
সাবেক হুইপ মাহমুদ পরিবারের সম্পদ জব্দ
করতোয়া দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু 
আমদানি অনুমতির খবরে চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম 
সাবেক এমপি আশরাফের স্ত্রী আফরোজার জমি-দোকান ক্রোকের আদেশ
শেরপুরে নিখোঁজের একদিন পর ছাত্রের মরদেহ উদ্ধার
দ্বিতীয় হার বাংলাদেশ ‘এ’ দলের
১০