৫৬ বছরেই থেমে গেল হডিউড তারকা ম্যাকমোহনের জীবন

বাসস
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ২০:৪৪

ঢাকা, ৬ জুলাই, ২০২৫ (বাসস) : টেলিভিশন সিরিজ ‘চার্মড’ ও ‘নিপ/টাক’-এর জন্য খ্যাত মার্কিন-অস্ট্রেলীয় অভিনেতা জুলিয়ান ম্যাকমোহন ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৬ বছর।

প্যারিস থেকে এএফপি জানায়, তার স্ত্রী কেলি শুক্রবার ওয়েবসাইট ডেডলাইনকে দেওয়া এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

১৯৬৮ সালে সিডনিতে জন্ম নেওয়া ম্যাকমোহন মডেল হিসেবে কর্মজীবন শুরু করেন। প্রথমে অস্ট্রেলিয়ায় এবং পরে যুক্তরাষ্ট্রে অভিনয় করে হলিউড শিল্পে ক্যারিয়ার গড়েন।

২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত প্রচারিত ফ্যান্টাসি টিভি সিরিজ ‘চার্মড’-এ একটি ডেমনের চরিত্র ‘কোল টার্নার’ রূপায়ণের মধ্য দিয়ে তিনি জনপ্রিয়তা অর্জন করেন।

ম্যাকমোহনের মৃত্যুর পর সিরিজটির সহ-অভিনেত্রী অ্যালিসা মিলানো ইনস্টাগ্রামে লিখেন, ‘আমার হৃদয় ভারাক্রান্ত। তাকে হারানো অবিশ্বাস্য মনে হচ্ছে। এত তাড়াতাড়ি, এত নিষ্ঠুরতা। বিশ্রাম নাও, বন্ধু। আমি তোমার হাসি স্মরণ রাখব।

২০০৫ সালে ‘নিপ/টাক’ সিরিজে একজন নৈতিকতা-বিবর্জিত প্লাস্টিক সার্জনের চরিত্রে অভিনয়ের জন্য ম্যাকমোহন এমি পুরস্কারে মনোনয়ন পান। এ সিরিজটি ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রচারিত হয়।

সিরিজটির প্রযোজক ওয়ার্নার ব্রাদার্স টেলিভিশন ফেসবুকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে তার কাজের প্রশংসা করেছে।

ম্যাকমোহন ‘ফ্যান্টাস্টিক ফোর’ সুপারহিরো সিরিজের দুটি ছবিতে ভিলেন ডক্টর ডুম-এর ভূমিকায়ও অভিনয় করেন। সম্প্রতি তিনি নিকোলাস কেজ-এর সঙ্গে ‘দ্য সার্ফার’ ছবিতে অভিনয় করেছেন, যা ২০২৪ কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।

চলতি বছর মুক্তি পাওয়া নেটফ্লিক্সের রহস্যধর্মী সিরিজ ‘দ্য রেসিডেন্স’-এ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী চরিত্রে অভিনয় ছিল তার শেষ ক্রিন স্মৃতি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় অতিরিক্ত শব্দসৃষ্টিকারী যানবাহনে জরিমানা আদায়
আলজেরিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ
উত্তরায় ‘জুলাই যোদ্ধা‘র মৃতদেহ উদ্ধার
জাতীয় ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১৭০৯ মামলা
১৫০০ রানার নিয়ে কক্সবাজার ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
গ্রিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা
তুরস্ক থেকে ৫ লক্ষাধিক সিরীয় দেশে ফিরেছে : আঙ্কারা
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে খুলনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
১০