চলচ্চিত্র অভিনেতা ডিপজলের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৫:১২
চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। ফাইল ছবি

ঢাকা, ৮ জুলাই, ২০২৫ (বাসস) : এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও তার পিএস মো. ফয়সালের বিরুদ্ধে ঢাকায় একটি নালিশি মামলা দায়ের করা হয়েছে।

আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে এ মামলা দায়ের করেন রাজিদা আক্তার (৩৫) নামে এক নারী। 

আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)-কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার বাদী রাজিদা আক্তার বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ২ জুন রাজধানীর গাবতলীতে কোরবানির গরুর  হাঁটে অভিনেতা ডিপজলের আগমনের কথা শুনে তার ভক্ত হিসেবে কথা বলতে কথা বলতে গিয়েছিলেন ভিকটিম রাজিদা আক্তার। 

তখন ডিপজল তার পিএসকে বলে, ‘এই মহিলা এখানে কীভাবে ঢুকলো, বের কর এখান থেকে।’

পরে ডিপজলের পিএসসহ সেখানে থাকা ৮ থেকে ১০ জন শরীরিকভাবে হেনস্তা, মারধর করে রশি দিয়ে টেনে বের করে দিতে চায়। 

ভুক্তভোগী আহত অবস্থায় বলেন, ‘আমাকে ছাড়, আমি ডিপজল ভাইয়ের কাছে বিচার দিবো।’

তখন পিএস বলে, ‘ভেতরে গেলে ডিপজল ভাই তোকে খুন করে ফেলবে। ওকে এভাবে মারলে মনের জিদ কমবে না।’

পিএস-এর নির্দেশে একজন ভেতর থাকা এসিড নিয়ে আসে। পরে সে এসিড বাদীর ঘাড়ের দিকে ঢেলে দেয়। বাদী যন্ত্রণায় কান্না করতে করতে বাসায় যান। 

পরে ৪ জুন থেকে ১১ জুন ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে  চিকিৎসা নেন। 

পরে ১২ জুন মামলা করতে গেলে, ডিপজলের পিএস কল দিয়ে মামলা না করার জন্য হুমকি দেয় বলে উল্লেখ করেন বাদী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রতিরক্ষা সচিবের ছবি ও দাপ্তরিক পরিচয় ব্যবহার করে প্রতারণা সম্পর্কে সতর্কীকরণ
চট্টগ্রাম বন্দরে ফেলে রাখা পণ্য সরাতে কাস্টমসে বিশেষ কমিটি গঠন
১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড
শিবলী রুবাইয়াতের ১০তলা বাণিজ্যিক ভবন জব্দের আদেশ
ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন রাকিটিচ
মড্রিচের মিলানে যোগ দেবার বিষয়টি নিশ্চিত করলেন আলেগ্রি
কুশলের সেঞ্চুরিতে বাংলাদেশকে ২৮৬ রানের টার্গেট দিল শ্রীলংকা
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৪২৫
থ্রি-জিরো ক্লাব আইডিয়েশন চ্যালেঞ্জে দেশসেরা খুবি
সচিবালয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক সামগ্রী ২ অক্টোবর থেকে নিষিদ্ধ হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
১০