চলচ্চিত্র অভিনেতা ডিপজলের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৫:১২
চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। ফাইল ছবি

ঢাকা, ৮ জুলাই, ২০২৫ (বাসস) : এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও তার পিএস মো. ফয়সালের বিরুদ্ধে ঢাকায় একটি নালিশি মামলা দায়ের করা হয়েছে।

আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে এ মামলা দায়ের করেন রাজিদা আক্তার (৩৫) নামে এক নারী। 

আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)-কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার বাদী রাজিদা আক্তার বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ২ জুন রাজধানীর গাবতলীতে কোরবানির গরুর  হাঁটে অভিনেতা ডিপজলের আগমনের কথা শুনে তার ভক্ত হিসেবে কথা বলতে কথা বলতে গিয়েছিলেন ভিকটিম রাজিদা আক্তার। 

তখন ডিপজল তার পিএসকে বলে, ‘এই মহিলা এখানে কীভাবে ঢুকলো, বের কর এখান থেকে।’

পরে ডিপজলের পিএসসহ সেখানে থাকা ৮ থেকে ১০ জন শরীরিকভাবে হেনস্তা, মারধর করে রশি দিয়ে টেনে বের করে দিতে চায়। 

ভুক্তভোগী আহত অবস্থায় বলেন, ‘আমাকে ছাড়, আমি ডিপজল ভাইয়ের কাছে বিচার দিবো।’

তখন পিএস বলে, ‘ভেতরে গেলে ডিপজল ভাই তোকে খুন করে ফেলবে। ওকে এভাবে মারলে মনের জিদ কমবে না।’

পিএস-এর নির্দেশে একজন ভেতর থাকা এসিড নিয়ে আসে। পরে সে এসিড বাদীর ঘাড়ের দিকে ঢেলে দেয়। বাদী যন্ত্রণায় কান্না করতে করতে বাসায় যান। 

পরে ৪ জুন থেকে ১১ জুন ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে  চিকিৎসা নেন। 

পরে ১২ জুন মামলা করতে গেলে, ডিপজলের পিএস কল দিয়ে মামলা না করার জন্য হুমকি দেয় বলে উল্লেখ করেন বাদী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গোপালগঞ্জের মহেশপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
১০