শিল্পকলায় মঞ্চস্থ হলো নাটক ‘মুখোমুখি’

বাসস
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ২২:৫৮ আপডেট: : ২৫ জুলাই ২০২৫, ২৩:২০

ঢাকা, ২৫ জুলাই ২০২৫ (বাসস) :  স্বার্থপর শাসকগোষ্ঠীর কাছে বন্দি মানুষের জীবন। কোনো কোনো সময়  স্বজন হারানোর বেদনায় ভারী হয় চারপাশ।

এমন প্রেক্ষাপটে মঞ্চের বাতাস। মুহুর্মুহু করতালিতে উপচে পড়া দর্শকের উপস্থিতিতে শেষ হয় নাটক ‘মুখোমুখি’।

আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মনসুন রেভ্যুলেশনের স্পিরিটকে উপজীব্য করে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং  একাডেমির আয়োজনে নতুন নাট্য প্রযোজনা নির্মাণের অংশ হিসেবে প্রথম মঞ্চায়ন হলো ‘মুখোমুখি’ নাটক। 

নাটকটির ভাবনা, পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন ধীমান চন্দ্র বর্মন । মঞ্চায়ন করেছে ‘থিয়েটার ওয়েব’।

নাটকের পটভূমিকায়  দেখা যায়, স্বার্থের নেশায় বিভোর শাসকের কাছে গুরুত্বহীন মানুষ। শাসকের রক্ত পিপাসায় প্রাণ যায় শত-হাজার নিরীহ জনগণের নিজেদের কথা বলতে গিয়ে। বেঁচে থাকার আশাটুকুও কেড়ে নেয় স্বার্থপর শাসকগোষ্ঠী। স্বজন হারানোর বেদনায় ভারী হয় বাতাস। মৃত মানুষের শেষ নি:শ্বাস যেন সংঘবদ্ধ করে তোলে মজলুমকে। দেয়ালে পিঠ ঠেকে গিয়ে ঘুরে দাঁড়াতে শেখে মানুষ নতুন দিনের আশায়।

দর্শক পরিপূর্ণ এই আয়োজনের শুরুতে উপস্থিত  দর্শকদের মাঝে  বক্তৃতা করেন  শিল্পকলার প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ এফ এম নুরুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের সাথে ব্যবসায়িক ও অর্থনৈতিক চুক্তি করতে চায় ব্রাজিল
মহেশপুরে বিজিবির অভিযানে স্বর্ণের বার উদ্ধার
ট্রাম্প ও ইইউ প্রধানের বৈঠক রোববার : বাণিজ্য চুক্তি চূড়ান্তের উদ্যোগ
ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক এ জেড. এম. শামসুল আলম আর নেই
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
উত্তরপত্র মূল্যায়নে অবহেলায় ৮ পরীক্ষককে আজীবনের জন্য অব্যাহতি
আমার শহরে জুলাই অভ্যুত্থান / রাজশাহীতে অনলাইনে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলেন যোদ্ধারা
দক্ষ মানবসম্পদ ছাড়া চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয় : বিধান রঞ্জন রায়
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত জারি
দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত
১০