বেনি ব্ল্যাংকোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অভিনেত্রী ও গায়িকা সেলেনা গোমেজ

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৭

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মার্কিন অভিনেত্রী ও গায়িকা সেলেনা গোমেজ গতকাল শনিবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তার দীর্ঘদিনের প্রেমিক ও সঙ্গীত প্রযোজক বেনি  ব্ল্যাংকোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

 লস এঞ্জেলেস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ওই তারকা ইনস্টাগ্রামে বিয়ের ছবি ও ভিডিওর একটি স্লাইডশো পোস্ট করে লিখেছেন,  ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’। 

ভিডিওতে ৩৩ বছর বয়সী গোমেজকে বিয়ের পোশাকে এবং ব্ল্যাংকো, যার আসল নাম বেঞ্জামিন জোসেফ লেভিনকে টাক্সিডো পরে থাকতে দেখা গেছে। 

ওই পোস্টটির ক্যাপশনে দুটি সাদা ইমোজি হৃদয়ের ছবির মাঝখানে ‘৯.২৭.২৫’ লেখা রয়েছে, যেখানে ব্ল্যাংকো মন্তব্য করেছেন: ‘বাস্তব জীবনে আমার স্ত্রী।’

ভোগ ম্যাগাজিন জানিয়েছে, অনুষ্ঠানটি সান্তা বারবারা কাউন্টির হোপ রাঞ্চে অনুষ্ঠিত হয়, যা লস এঞ্জেলেস থেকে প্রায় ৯০ মাইল (১৪৫ কিলোমিটার) উত্তরে অবস্থিত। 

১৭০ অতিথির মধ্যে ছিলেন— যুক্তরাষ্ট্রের পপ সুপারস্টার ও গোমেজের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু টেইলর সুইফট, ব্রিটিশ গায়ক-গীতিকার এড শিরান, সমাজসেবা ব্যক্তিত্ব প্যারিস হিলটন এবং গোমেজের ‘অনলি মার্ডার্স’ সহ-অভিনেতা স্টিভ মার্টিন ও মার্টিন শর্ট।

ফ্যাশন ম্যাগাজিন জানিয়েছে, দম্পতি রাল্ফ লরেনের তৈরি বিয়ের পোশাক পরেছিলেন।

ভোগ জানিয়েছে, বহুল আলোচিত এই দম্পতি ২০২৩ সালের ডিসেম্বর তাদের সম্পর্ক প্রকাশ্যে আনেন এবং তার এক বছর পর এই জুটির বাগদান হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
বিদ্যুৎ ও জ্বালানি খাতকে এগিয়ে নিতে প্রযুক্তি উদ্ভাবনের বিকল্প নেই : বিইপিআরসি চেয়ারম্যান
বাংলাদেশ ও জাপানের কৃষি বিষয়ক যৌথ কার্যকরী গ্রুপের ২য় সভা অনুষ্ঠিত
৩৩২ কোটি টাকায় ‘রোজ গার্ডেন’ কিনে রাষ্ট্রের ক্ষতি, অনুসন্ধানে দুদক
অবৈধভাবে আমদানি ও চোরাচালানকৃত এবং ক্লোন ফোন বন্ধ করা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
প্রবাসীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের নিবন্ধনে ইসির পরিপত্র
ঢাবি ছাত্রদলের আয়োজনে টিএসসিতে নবান্ন উৎসব বৃহস্পতিবার
বিদেশি বিনিয়োগকারীদের অর্থ ফেরত পাঠানো সহজ করতে জাতীয় কমিটির সংস্কার চূড়ান্ত 
কুইক রেসপন্স টিমের মাধ্যমে নারী ও শিশুদের পাশে থাকতে চাই: শারমীন এস মুরশিদ
নয়াদিল্লিতে ড. খলিলুর রহমানের সঙ্গে অজিত দোভালের বৈঠক অনুষ্ঠিত
১০