শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী শারদীয় সাংস্কৃতিক উৎসব শুরু মঙ্গলবার

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৯ আপডেট: : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫১

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী শারদীয় সাংস্কৃতিক উৎসব আগামীকাল শুরু হচ্ছে। অনুষ্ঠানসমূহ সকলের জন্য উন্মুক্ত থাকবে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় উৎসবের প্রথম দিনের সোহরাওয়ার্দী উদ্যান মুক্তমঞ্চে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত পরিবেশিত হবে যাত্রাপালা ‘মহিষাসুর মর্দিনী, দেবী দুর্গা’। যাত্রাপালাটির পালাকার উজ্জ্বল কুমার ব্যাপারী এবং পরিবেশনায় থাকবেন মাতা মজ্জুলিকা ধর্মীয় নাট্য সংস্থা।

দুই দিনব্যাপী ‘শারদীয় সাংস্কৃতিক উৎসবেব সমাপনী দিন আগামী ১ অক্টোবর বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরতেই ঢাক-ঢোলের বাদ্যের মাধ্যমে আবাহন ‘মাঙ্গলিক নৃত্য’ পরিবেশিত হবে।

পরে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করবেন তপন চন্দ্র মজুমদার, বিজন কান্তি সরকার, রমেশ দত্ত ও তরুণ দে।

অনুষ্ঠানে দলীয়ভাবে পরিবেশিত হবে শ্যামা সংগীত, ভক্তিমূলক গান, দেশাত্মবোধক গান ও আধুনিক গান। একক সংগীত পরিবেশন করবেন শিল্পী অনিমা রায়, দেবলীনা সুর দোলা, ঋতুরাজ ও সিঁথী সাহা।

এতে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ অন্যান্য উপদেষ্টার উপস্থিতি আশা করা যাচ্ছে।

অনুষ্ঠানে সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) এবং বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এছাড়াও বিভিন্ন দেশের মান্যবর রাষ্ট্রদূতগণকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

উল্লেখ্য, সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবছরই প্রথমবারের মতো ঈদ-উল-ফিতর ও ঈদুল আজহা উপলক্ষ্যে ‘চাঁদ রাতের আনন্দ অনুষ্ঠান’ এবং বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে ‘সাংস্কৃতিক উৎসব’ আয়োজন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
বিদ্যুৎ ও জ্বালানি খাতকে এগিয়ে নিতে প্রযুক্তি উদ্ভাবনের বিকল্প নেই : বিইপিআরসি চেয়ারম্যান
বাংলাদেশ ও জাপানের কৃষি বিষয়ক যৌথ কার্যকরী গ্রুপের ২য় সভা অনুষ্ঠিত
৩৩২ কোটি টাকায় ‘রোজ গার্ডেন’ কিনে রাষ্ট্রের ক্ষতি, অনুসন্ধানে দুদক
অবৈধভাবে আমদানি ও চোরাচালানকৃত এবং ক্লোন ফোন বন্ধ করা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
প্রবাসীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের নিবন্ধনে ইসির পরিপত্র
ঢাবি ছাত্রদলের আয়োজনে টিএসসিতে নবান্ন উৎসব বৃহস্পতিবার
বিদেশি বিনিয়োগকারীদের অর্থ ফেরত পাঠানো সহজ করতে জাতীয় কমিটির সংস্কার চূড়ান্ত 
কুইক রেসপন্স টিমের মাধ্যমে নারী ও শিশুদের পাশে থাকতে চাই: শারমীন এস মুরশিদ
নয়াদিল্লিতে ড. খলিলুর রহমানের সঙ্গে অজিত দোভালের বৈঠক অনুষ্ঠিত
১০