শিল্পকলায় ১৫ দিনব্যাপী উড কার্ভিং কর্মশালা শুরু

বাসস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৯:০১

ঢাকা, ৫ অক্টোবর ২০২৫ (বাসস): বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় শুরু হয়েছে ১৫ দিনব্যাপী ‘উড কার্ভিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।

আজ রোববার জাতীয় চিত্রশালা মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (কবি রেজাউদ্দিন স্টালিন), যিনি অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রশিক্ষণ বিভাগের পরিচালক শাহীন দিল রিয়াজ।

এসময় উপস্থিত ছিলেন কর্মশালার মুখ্য প্রশিক্ষক ড. পিন্টু চন্দ্র দেব এবং সহকারী প্রশিক্ষক ড. মো. মফিদুল আলম খান।

একাডেমির মহাপরিচালক বলেন, “বাংলাদেশ শিল্পকলা একাডেমি যে লক্ষ্য ও আদর্শ নিয়ে কাজ করে, তা হলো—দেশীয় শিল্পকলার বিভিন্ন শাখায় বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী শিল্পের চর্চা, সংরক্ষণ এবং যথাযথভাবে তা প্রচার ও প্রকাশের ব্যবস্থা করা।”

তিনি আরও বলেন, “এই কর্মশালার উদ্দেশ্য হলো শিল্পকলার লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে আরও এগিয়ে যাওয়া। আপনারা যারা এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন, শুধু শেখা নয়—এই জ্ঞানকে ব্যক্তি ও সমাজজীবনে প্রয়োগ করে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাতে হবে।”

তিনি উল্লেখ করেন, শিল্পকলা একাডেমি সবসময় সৃজনশীল ও মননশীল কর্মকাণ্ডের সঙ্গে রয়েছে।

উদ্বোধন শেষে মহাপরিচালক প্রশিক্ষণার্থীদের হাতে ব্যাগ ও প্রশিক্ষণ উপকরণ তুলে দেন।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এই কর্মশালা অনুষ্ঠিত হবে।

এ কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। কর্মশালার কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রশিক্ষণ বিভাগের কোর্স কো-অর্ডিনেটর বেগম কামরুন নাহার এবং কোর্স সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন প্রশিক্ষণ বিভাগের চারুকলা ইন্সট্রাক্টর জান্নাতুল ফেরদৌস কেয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খাসজমির সঠিক ব্যবস্থাপনা হলে ভূমিহীন মানুষের জীবনমান উন্নত হয় : ভূমি সচিব
মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের শেয়ার স্থানান্তরের আহ্বান ডিএসইর
ধানমন্ডিতে পুলিশের অভিযানে নানা অপরাধে জড়িত ১০ জন গ্রেফতার 
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে: শিমুল বিশ্বাস
কাল বিসিবি নির্বাচন
পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবলে বালক ও বালিকা দুই বিভাগেই চ্যাম্পিয়ন সানিডেইল
ঢাবি উপাচার্যের সঙ্গে আইসেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ
মাদারীপুরে জাতীয় চ্যাম্পিয়ানশীপের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত
চাকসু নির্বাচন: প্রার্থী ও শিক্ষার্থীদের সঙ্গে কমিশনের মতবিনিময় 
চাহিদা মেটাতে সেপ্টেম্বরে ১০ কার্গো এলএনজি সংগ্রহ করেছে সরকার
১০