মিয়ানমার সীমান্ত সংক্রান্ত পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন: বাংলাফ্যাক্ট

বাসস
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১৭:৫০ আপডেট: : ০৭ মে ২০২৫, ১৮:৫৪
ছবি: বাংলাফ্যাক্ট

ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৫ (বাসস): মিয়ানমার সীমান্ত সংক্রান্ত পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপনের প্রমাণ পেয়েছে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান করে দেখতে পায়, ২০২৪ সালের ২২ ডিসেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিত এক বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী থান সোয়েকে বলেছিলেন, ‘সীমান্ত তো তোমাদের নিয়ন্ত্রণে নেই। সীমান্ত তো রাষ্ট্রবহির্ভূত শক্তির (নন-স্টেট অ্যাক্টর) নিয়ন্ত্রণে চলে গেছে। রাষ্ট্র হিসেবে তো আমরা নন-স্টেট অ্যাক্টরের সঙ্গে যুক্ত হতে পারি না।’ অর্থাৎ পররাষ্ট্র উপদেষ্টা মিয়ামনারের সীমান্ত তাদের সরকারের নিয়ন্ত্রণে না থাকার কথা বলেছিলেন, বিডি ডাইজেস্ট এই পুরোনো বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করছে।

বাংলাফ্যাক্ট জানায়, ‘গতকাল ২৮ এপ্রিল বিডি ডাইজেস্ট নামক একটি নিউজ পোর্টালে ‘অবশেষে ৪ মাস পরে সীমান্তের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার করলেন পররাষ্ট্র উপদেষ্টা’ শিরোনামে একটি বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়। এতে দাবি করা হয়, বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে তার সীমান্তে নিয়ন্ত্রণ হারিয়েছে এবং ‘সম্প্রতি’ পররাষ্ট্র উপদেষ্টা এমন মন্তব্য করেছেন। তবে শিরোনামে যে ‘৪ মাস পরে’ বলা হয়েছে, তা কীসের ৪ মাস পরে, সেটি পরিষ্কার করা হয়নি।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, গত বছরের ২২ ডিসেম্বরে একুশে টেলিভিশনের ওয়েবসাইটে ‘সীমান্ত রাষ্ট্রবহির্ভূত শক্তির নিয়ন্ত্রণে চলে গেছে: তৌহিদ হোসেন’, এই বিভ্রান্তিকর শিরোনাম দিয়ে খবর প্রকাশ হয়েছিল। হঠাৎ গতকাল ২৮ এপ্রিল তা এডিট করে ‘মিয়ানমার সীমান্ত তাদের রাষ্ট্রবহির্ভূত শক্তির নিয়ন্ত্রণে চলে গেছে: তৌহিদ হোসেন’ লেখা হয়।

বাংলাফ্যাক্ট জানায়, বিডি ডাইজেস্ট নিউজ পোর্টালটির ওয়েবসাইট চালু হয় ২০২৪ সালের ১৫ আগস্ট। এটির ফেসবুক পেইজের প্রথম নাম ছিল Edit lew Fan’s Bangladesh, পরে তা Rubel Miah Official, একলা জীবন ইত্যাদি নামে পরিবর্তিত হয়। ৫ আগস্টের পর পেইজের নাম হয় ‘হিদায়েত’, এবং ১৫ অক্টোবর থেকে বর্তমানে ‘BDDIGEST’  নামে চালু রয়েছে। এটির ‘পেইজ ট্রান্সপারেন্সি’ থেকে দেখা যায়, বাংলাদেশ, জার্মান, কানাডা ও সুইডেন থেকে পেইজটি পরিচালিত হয়। কানাডা প্রবাসী আওয়ামী লীগ অ্যাক্টিভিস্ট কাজী মামুন এই পেজের একাধিক লাইভ ভিডিওতে হোস্ট হিসেবে ছিলেন। তাই ধরে নেয়া যায়, তিনি অ্যাডমিনদের একজন। এছাড়াও নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচির ইভেন্টও বিডি ডাইজেস্টের পেইজ থেকে খোলা হয়েছিল। এরআগেও পোর্টালটি বিভিন্ন অপতথ্য ছড়িয়েছে, যা সজীব ওয়াজেদ জয়সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে নিয়মিতভাবে শেয়ার দিতে দেখা গেছে। এই অপতথ্য শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, এটি স্পষ্ট যে আওয়ামী লীগের প্রোপাগান্ডা ও প্রচার মাধ্যম হিসেবে নিউজ পোর্টালটি বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করছে। সীমান্তে নিয়ন্ত্রণ হারানোর খবরটি অসত্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রজ্ঞাপন পরবর্তী কর্মদিবসে : আইন উপদেষ্টা
রুয়েটে নবীনবরণ অনুষ্ঠিত
যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় ভারত ও পাকিস্তানের প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা
বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে নজর দিচ্ছে নেপাল : রাষ্ট্রদূত
মাতৃত্বের প্রতি উৎসর্গিত এক অনন্য দিবস ‘মা দিবস’: তারেক রহমান
৮ লাখ টাকার জাল নোটসহ দুজন গ্রেফতার
সিলেটে কোরবানিযোগ্য পশু তিন লাখ ৯ হাজার
সাবেক এমপিসহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের পাঁচ সদস্য গ্রেফতার
বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
সীমান্তে বসবাসকারীদের সচেতনতা ও সতর্কতা বৃদ্ধিতে ঝিনাইদহে বিজিবির মতবিনিময়
১০