তীব্র তাপপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা, সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস

বাসস
প্রকাশ: ১০ মে ২০২৫, ১৬:৩৯
ছবি : বাসস

চুয়াডাঙ্গা, ১০ মে, ২০২৫ (বাসস):  জেলার উপর দিয়ে টানা তিন দিন ধরে বহে যাচ্ছে তীব্র থেকে অতি তীব্র  তাপপ্রবাহ। পরপর দুই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গায়। 

আজ শনিবার বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে  ৪২ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা। পরপর দুই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রার পাশাপাশি গত ৩ দিনে ৫ ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ায় প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ ও প্রাণিকুল। প্রতিদিনই বাড়তে শুরু করেছে তাপমাত্রা। বাতাসের আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরমে শরীরে ঘাম ঝড়াচ্ছে।  ফলে জনজীবনে দুর্ভোগ বেড়ে গেছে। 

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় মানুষের চলাচল কমে যাচ্ছে। প্রয়োজন ছাড়া বাড়ী থেকে মানুষ বের হচ্ছেনা। তীব্র তাপদাহে সড়কের অনেক জায়গায় পিচ গলে যাচ্ছে। আখের রস, শরবত, আইসক্রিম, ডাবসহ ঠান্ডা জাতীয় খাবারের দোকানে বেচাকেনা বেড়ে গেছে।

শহরের রেলবাজারের শরবত বিক্রেতা ইয়াকুব আলী বলেন, গত ৩ দিন ধরে দোকানে শরবত বিক্রি অনেক বেড়ে গেছে।  বিশেষ করে ক্লান্ত পথচারীরা লেবু, বেল ও ইসবগুলের শরবত বেশি পান করছে।

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ বেলা ৩ টায় চুয়াডাঙ্গায় চলতি মৌসুমে সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রতা ২৩ ভাগ। গত ৩ দিনের ব্যবধানে তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। ৭ মে ৩৬.৮, ৮ মে ৩৯.৭ ও ৯ মে ৪১.২ ডিগ্রি তাপমাত্রা জেলায় রেকর্ড করা হয়।  এই ধরনের তাপমাত্রা আগামীকাল রোববার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তারপর থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
পিআরের উদ্দেশ্য হলো ‘যদি কিছু পায়’: বিএনপি নেতা সালাহউদ্দিন
নীলফামারীতে চীনের উপহারের হাসপাতালের প্রস্তাবিত স্থান পরিদর্শন স্বাস্থ্য উপদেষ্টার
খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবগঞ্জে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প
সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬৬৫
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রস্তুতি ইসির
সম্পর্ক জোরদারে সম্মত জাপান ও দক্ষিণ কোরিয়া
সরকারি খরচে ১২ লাখ ৬১ হাজার ৬৫০ জনকে আইনি সহায়তা
১০