তীব্র তাপপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা, সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস

বাসস
প্রকাশ: ১০ মে ২০২৫, ১৬:৩৯
ছবি : বাসস

চুয়াডাঙ্গা, ১০ মে, ২০২৫ (বাসস):  জেলার উপর দিয়ে টানা তিন দিন ধরে বহে যাচ্ছে তীব্র থেকে অতি তীব্র  তাপপ্রবাহ। পরপর দুই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গায়। 

আজ শনিবার বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে  ৪২ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা। পরপর দুই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রার পাশাপাশি গত ৩ দিনে ৫ ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ায় প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ ও প্রাণিকুল। প্রতিদিনই বাড়তে শুরু করেছে তাপমাত্রা। বাতাসের আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরমে শরীরে ঘাম ঝড়াচ্ছে।  ফলে জনজীবনে দুর্ভোগ বেড়ে গেছে। 

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় মানুষের চলাচল কমে যাচ্ছে। প্রয়োজন ছাড়া বাড়ী থেকে মানুষ বের হচ্ছেনা। তীব্র তাপদাহে সড়কের অনেক জায়গায় পিচ গলে যাচ্ছে। আখের রস, শরবত, আইসক্রিম, ডাবসহ ঠান্ডা জাতীয় খাবারের দোকানে বেচাকেনা বেড়ে গেছে।

শহরের রেলবাজারের শরবত বিক্রেতা ইয়াকুব আলী বলেন, গত ৩ দিন ধরে দোকানে শরবত বিক্রি অনেক বেড়ে গেছে।  বিশেষ করে ক্লান্ত পথচারীরা লেবু, বেল ও ইসবগুলের শরবত বেশি পান করছে।

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ বেলা ৩ টায় চুয়াডাঙ্গায় চলতি মৌসুমে সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রতা ২৩ ভাগ। গত ৩ দিনের ব্যবধানে তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। ৭ মে ৩৬.৮, ৮ মে ৩৯.৭ ও ৯ মে ৪১.২ ডিগ্রি তাপমাত্রা জেলায় রেকর্ড করা হয়।  এই ধরনের তাপমাত্রা আগামীকাল রোববার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তারপর থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষ মানবসম্পদ গড়তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশে থাকবে তথ্যপ্রযুক্তি বিভাগ
চাঁদপুরে তালিকাভুক্ত তিন মাদক কারবারি গ্রেপ্তার
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ স্বাক্ষরিত হবে : ধর্ম উপদেষ্টা
উৎসবমুখর পরিবেশে চাঁদপুরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত
পালিত হচ্ছে ১৩তম স্তন ক্যান্সার সচেতনতা দিবস
সম্প্রতি নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের তালিকা
শান্তিতে নোবেল জিতে মাচাদো বললেন ‘আমি হতবাক’
৪২তম জাতীয় জুনিয়র দাবায় চতুর্থ রাউন্ড শেষে তিনজন খেলোয়াড় শীর্ষে
রাজধানীতে র‌্যাবের অভিযানে ১ মাদক কারবারি গ্রেফতার 
বিশ্বজুড়ে বাড়ছে পরমাণু বিদ্যুতের ব্যবহার 
১০