সচিবালয় এলাকায় সংঘর্ষে নিহতের মিথ্যা তথ্য শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট

বাসস
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১২:১৫

ঢাকা, ২৪ জুলাই, ২০২৫ (বাসস): পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট  বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার দাবিটি মিথ্যা।

বাংলাফ্যাক্ট জানায়, সচিবালয়ে মঙ্গলবার (২২ জুলাই) পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার দাবি করে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, সচিবালয়ে ওইদিন পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই দাবিটি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, গণমাধ্যম প্রতিষ্ঠান দেশ রূপান্তরে মঙ্গলবার (২২ জুলাই) প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নেওয়ার পর ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। ওই সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নেয়। গণমাধ্যম প্রতিষ্ঠান বিডিনিউজ টুয়েন্টিফোরে মঙ্গলবার (২২ জুলাই) প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়। তবে এসব প্রতিবেদনের কোথাও কোনো শিক্ষার্থীর নিহত হওয়ার বিষয়ে কোনো তথ্যের উল্লেখ পাওয়া যায়নি।

বিষয়টি অধিকতর নিশ্চিত হতে বাংলাফ্যাক্টের পক্ষ থেকে গণমাধ্যম প্রতিষ্ঠান দ্যা ডেইলি স্টারের সংবাদকর্মী বাহরাম খান ও দৈনিক সমকালের সংবাদকর্মী লতিফুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা জানান, তারা সংবাদের চিত্রগ্রহণ করতে ওইদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। কিছু শিক্ষার্থী আহত হলেও কেউ মারা যাননি।

বাংলাফ্যাক্ট জানায়, শাহবাগ থানার ওসি মো. খালিদ মুনসুরের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি জানান, ওই ঘটনায় কোনো শিক্ষার্থী মারা যাননি। 

ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ আলমকে মুঠোফোনে আহত শিক্ষার্থীদের বর্তমান অবস্থার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজে অন্তত ৭০ জনের মত প্রাথমিক চিকিৎসা নিতে এসেছিলেন। সকলে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। এর মধ্যে শুধু দুজন হাসপাতালে ভর্তি আছেন। তবে কেউ মারা যাননি।’

পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা বলে প্রমাণ করেছে বাংলাফ্যাক্ট।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএসসিসি এলাকায় ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন
নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, আশাপ্রকাশ শামসুজ্জামান দুদুর
সারাদেশে ৪৯ মণ্ডপে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ১৯: র‌্যাব ডিজি
বিএনপি ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে: আমীর খসরু
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে: শারমীন এস মুরশিদ
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা
বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করে না: ড. মঈন খান
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
১০