খুলনা, ২২ অক্টোবর, ২০২৫ (বাসস): বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। আজ বুধবার বিকেলে আগারগাঁওস্থ ইউজিসি ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ইউজিসি চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রযাত্রা, বর্তমান একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম, শিক্ষার্থীদের আবাসিক হল সংকট এবং চলমান উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন বিষয় অবহিত করেন।
উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন ও উৎকর্ষ সাধনে ইউজিসি চেয়ারম্যানের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সৌজন্য সাক্ষাৎকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. গোলাম হোসেন, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান কবীর, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর শেখ শারাফাত হোসেন, আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর শেখ মাহমুদুল হাসান, শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. ইমদাদুল হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মো. আশিক উর রহমান এবং লিগ্যাল সেলের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস এম শাকিল রহমান উপস্থিত ছিলেন।