জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আবদুস সালাম

বাসস
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ২২:১৩
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। ফাইল ছবি

রাজশাহী, ২২ অক্টোবর, ২০২৫ (বাসস): বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, জনগণের ওপর আস্থা রেখেই বিএনপি নিরপেক্ষ নির্বাচনে অংশ নিতে চায়।

বুধবার রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বিএনপি আয়োজিত জনসভায় যোগদানের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'জনগণ কখনো ভুল করে না। অতীতেও জনগণ স্বাধীনভাবে ভোট দিলে বিএনপিকেই বেছে নিয়েছে। এবারও জনগণ আমাদের পাশে থাকবে বলে আমরা বিশ্বাস করি।'

তিনি বলেন, 'নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করাটাই সরকারের প্রধান কাজ। সেই লক্ষ্যে নির্বাচন কমিশন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। জনগণ যদি বিএনপিকে বিজয়ী করে, তবে ৩১ দফা রূপরেখা অনুযায়ী সব দলকে সঙ্গে নিয়ে রাষ্ট্র মেরামতের কাজ শুরু করব।'

আবদুস সালাম আরও বলেন, '৩১ দফা শুধু বিএনপির দলীয় নথি নয়—এটি হবে বাংলাদেশের ভবিষ্যৎ পুনর্গঠনের কর্মপরিকল্পনা। জনগণের অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র পুনর্গঠন সম্ভব নয়।'

সরকারের দমননীতি প্রসঙ্গে তিনি বলেন, 'গত ১৭ বছর আওয়ামী লীগ আমাদের নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন চালালেও আমরা রাজনৈতিক সহনশীলতা বজায় রেখেছি। নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বিএনপির পক্ষ থেকে শতভাগ সহযোগিতা থাকবে।'

সভায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ, সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী এশা, নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু, জেলা সদস্য গোলাম মোস্তফা মামুন এবং আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হকসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ময়মনসিংহের গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের পরিপত্র স্থগিত করলেন হাইকোর্ট
অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ৮.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.১১ বিলিয়ন ডলার
সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীর পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
ইউজিসি চেয়ারম্যানের সাথে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা  
জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আবদুস সালাম
জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক
গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ নেই: নাহিদ ইসলাম
১০