ময়মনসিংহের গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান

বাসস
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ২৩:৩৯

ঢাকা, ২২ অক্টোবর, ২০২৫ (বাসস): ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় সোলার প্যানেল প্রকল্প বাস্তবায়নে প্রায় চার কোটি টাকা আত্মসাতসহ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) আজ এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে। দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দুদক জানায়, অভিযানকালে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য গ্রহণ করা হয়। সরেজমিনে পরিদর্শন ও প্রাথমিক তথ্যানুসন্ধানে গৌরীপুর উপজেলায় সোলার প্যানেল প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের আশ্রয় নিয়ে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করার অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়।

এছাড়া, রাজশাহী জেলার নওহাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ভোলাবাড়ি সড়কে ২২৫ মিটার আরসিসি ড্রেন ও ফুটপাত নির্মাণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বক্তব্য গ্রহণসহ প্রাসঙ্গিক নথিপত্র সংগ্রহ করা হয়। এছাড়াও নিরপেক্ষ প্রকৌশলী দ্বারা উক্ত নির্মাণকাজের পরিমাপ গ্রহণ করা হয় এবং ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়।

সংগৃহীত নথি ও তথ্যসমূহ পূর্ণাঙ্গরূপে পর্যালোচনা করে টিম কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ময়মনসিংহের গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের পরিপত্র স্থগিত করলেন হাইকোর্ট
অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ৮.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.১১ বিলিয়ন ডলার
সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীর পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
ইউজিসি চেয়ারম্যানের সাথে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা  
জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আবদুস সালাম
জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক
গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ নেই: নাহিদ ইসলাম
১০