ঢাকা, ২২ অক্টোবর, ২০২৫(বাসস): দুর্নীতি দমন কমিশনের(দুদক) মামলায় গ্রেফতার হওয়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রোগ্রামার একেএম শামসুজ্জামানকে কারাগারে পাঠিয়েছে আদালত।
আজ দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপ পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
দুদক জানায়, আসামির নামে অর্জিত ৯৯ লাখ ৯৩ হাজার ৪৭৭ টাকা মূল্যের সম্পদের মধ্যে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৮ লাখ ৭৪ হাজার ৫৬৭ টাকার সম্পদ গোপন করে এবং ৭৫ লাখ ৬৪ হাজার ৯৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখেন। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এ অভিযোগে দুদক ২০২০ সালের ২৮ জুলাই একটি মামলা করে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
আসামি শামসুজ্জামানকে আজ দুদকের প্রধান কার্যালয় থেকে উল্লেখিত মামলায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।