ঢাকা, ১০ আগস্ট, ২০২৫ (বাসস): কেএফসি’র প্রমোশনাল অফার নিয়ে মিথ্যা ও ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা এবং গ্রাহকের টাকা হারানোর ঝুঁকি শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।
বাংলাদেশে চলমান গুজব ও ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।
ফ্যাক্টওয়াচ একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা, যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, খাবারের ব্র্যান্ড কেএফসি’র ৭৪তম জন্মদিনে শুভেচ্ছাবার্তা পাঠালেই খাবারের ভাউচার পাওয়া যাবে-এমন চটকদার দাবীযুক্ত কিছু পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে বলা হয়, এসব ‘ভাউচার’ কেএফসি’র কোনো শাখায় দেখালে সেখান থেকে বিনামূল্যে খাবার পাওয়া যাবে।
তবে অনুসন্ধানে জানা গেছে, বর্তমানে কেএফসি’র বয়স ৯৫ বছর। তাই কেএফসি’র পক্ষ থেকে ৭৪তম জন্মদিন পালনের কোন প্রমোশনাল অফার দেওয়া হয়নি।
ফেসবুকে যেসব পেজ থেকে এই প্রমোশনাল অফার প্রচার করা হচ্ছে, তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করলে বিভিন্ন মোবাইল কনটেন্ট সাইটের ওয়েবসাইটে প্রবেশের সম্ভাবনা রয়েছে, যেখান থেকে গ্রাহকের টাকা হারানোর ঝুঁকি আছে।
ফ্যাক্টওয়াচ অনুসন্ধান টিম এসব পোস্টকে ‘মিথ্যা’ হিসেবে সাব্যস্ত করেছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। এসব বিষয় নজরে এলে ফ্যাক্ট-চেক করে সত্য তুলে ধরা এবং গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে ফ্যাক্টওয়াচ।