জুলাই অভ্যুত্থান ও মাইলস্টোনের দুর্ঘটনা নিয়ে ভূয়া ফটোকার্ড সনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১১:২৭

ঢাকা, ১১ আগস্ট, ২০২৫ (বাসস): জুলাই অভ্যুত্থান ও মাইলস্টোনের দুর্ঘটনা নিয়ে ছড়ানো ফটোকার্ডটি নকল ও ভূয়া বলে সনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্বে নিয়োজিত ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। ফ্যাক্টওয়াচ হলো একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সত্তা। যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটিভেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।

ফ্যাক্টওয়াচ জানায়, “জুলাই অভ্যুত্থান ও মাইলস্টোনের দুর্ঘটনা নিয়ে ‘এখন টিভি'র নামে ছড়ানো ফটোকার্ডটি নকল’’। ফ্যাক্টচেক টিম জানায়, 'ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে মাইলস্টোনের শিক্ষার্থীদের পোড়া লাশ জুলাই অভ্যুত্থানের অজ্ঞাত মরদেহ বলে দাফনের জন্য হস্তান্তর-দাবি মাইলস্টোন শিক্ষার্থীর অভিভাবকদের'-এমন শিরোনামে সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভি'র লোগো ও ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ওই দাবিটি সঠিক নয় এবং এখন টিভিও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, গণমাধ্যমটির ভেরিফাইড ফেসবুক পেজে গত ৭ আগস্ট প্রকাশিত 'ঢাকা মেডিকেলের মর্গ থেকে জুলাই গণঅভ্যুত্থানের পরিচয় না পাওয়া ৬ মরদেহ আঞ্জুমান মফিদুলে হস্তান্তর দাফন করা হবে জুরাইন কবরস্থানে' শীর্ষক শিরোনামের ভিন্ন একটি ফটোকার্ড এডিট করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করে ইন্টারনেটে ছড়ানো হয়েছে। তাছাড়া, এখন টিভি কিংবা অন্যকোনো গণমাধ্যমে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পোড়া লাশ জুলাই গণ-অভ্যুত্থানের অজ্ঞাত মরদেহ বলে দাফনের জন্য হস্তান্তরের দাবির সত্যতা পাওয়া যায়নি।

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান টিম জানায়, 'এখন টিভি'র লোগো ও ডিজাইন সম্বলিত আলোচিত ফটোকার্ডটি এডিটেড বা সম্পাদিত এবং প্রচারিত দাবিটিও মিথ্যা।'

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বৃদ্ধি পেয়েছে। এসব বিষয় নজর এলে ফ্যাক্ট চেক করে সত্য তুলে ধরাসহ গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে ফ্যাক্টওয়াচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বগুড়ায় দুই ট্রাকার মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মহড়ার বিরুদ্ধে 'প্রতিশোধের' হুঁশিয়ারি উত্তর কোরিয়ার
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৪ সেপ্টেম্বর
ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
নবজাতকের চিকিৎসায় অবহেলার অভিযোগে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ প্রশ্নে রুল
নির্বাচনে ৮০ হাজারেরও বেশি সেনাসদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন
কুমিল্লায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ অভিযান
আগামী নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রস্তুতি নিচ্ছে পুলিশ : আইজিপি
১০